স্টাফরিপোর্টার,নীলফামারী॥ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নীলফামারী জেলা শহর শাখার নতুন কমিটির সভাপতি ও সেক্রেটারীর নাম ঘোষণা করা হয়েছে। বুধবার(৯ জুলাই) সকালে শহরের আল হেলাল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত একসভা শেষে ওই ঘোষণা দেওয়া হয়। এতে কমিটিতে মাজেদুল ইসলাম সভাপতি ও সেলিম উদ্দিন সেক্রেটারী ঘোষণা করা হয়।
সভার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এসময় সংগঠনের শহর শাখার সদ্য সাবেক সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম ও জেলা সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম, ছাত্র শিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মেসবাহুল করিম, রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা প্রমুখ।