আর্কাইভ  রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫ ● ৩০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫
উদ্বোধনের দিনই বিকল বেরোবি ভাড়া বাস

উদ্বোধনের দিনই বিকল বেরোবি ভাড়া বাস

রংপুর বিভাগের চার জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

রংপুর বিভাগের চার জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা

বেরোবিতে শিক্ষার্থীদের যাতায়াতে ৭টি বাস উদ্বোধন

বেরোবিতে শিক্ষার্থীদের যাতায়াতে ৭টি বাস উদ্বোধন

প্রেমিকের আশ্বাসে কাঁটাতারের বেড়া পেরিয়ে এলেও বিয়ে না করেই ফেরত যেতে হলো ভারতীয় তরণীকে

প্রেমিকের আশ্বাসে কাঁটাতারের বেড়া পেরিয়ে এলেও বিয়ে না করেই ফেরত যেতে হলো ভারতীয় তরণীকে

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্বশুরের মৃত্যু॥ আহত তিন

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, রাত ০৮:৫৪

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ পুত্রবধূকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্বশুর হোসেন আলী(৭০) মারা গেছেন। এসময় ওই পরিবারের আরো ৩ জন বিদ্যুতায়িত হন। শুক্রবার(১১ জুলাই) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন সংলগ্ন আলমপুর ইউনিয়নের শুড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পুত্রবধূ সেলিনা বেগম(৩৫), হোসেন আলীর জামাতা মিন্টু (৪৫) ও ভাতিজা জুয়েল (৩০)। 
স্থানীয়রা জানান, ঘটনার সময় দুপুর ১২টার দিকে সকলের বাড়ির বিভিন্ন কাজ করছিল। এসময় সেলিনা বেগম বাড়ির উঠানে ভিজা কাপড় শুকাতে দিচ্ছিলেন। হঠাৎ বাতাসে বাড়ির বিদ্যুতের তার ছিড়ে পড়লে সেলিনা বিদ্যুতায়িত হয়ে চিৎকার করেন। এসময় হোসেন আলী পুত্রবধূকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। একইভাবে তাদের উদ্ধারে জামাতা মিন্টু ও ভাতিজা ‍জুয়েলও আটকে যায়। 
তাদের চিৎকারে এলাকাবাসী দ্রুত ছুটে এসে শুকনো লাঠির আঘাতে ৪জনকেই উদ্ধার করেন। পরে তাদের সৈয়দপুর ১০০ শষ্যা হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক হোসেন আলীকে মৃত ঘোষণা করেন। 
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: নাজমুল হুদা বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই হোসেন আলীর মৃত হয়। অপর তিনজনকে চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে তারা বিপদমুক্ত। 

মন্তব্য করুন


Link copied