আর্কাইভ  বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫ ● ২৬ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫
ডাকসুর ভিপি সাদিক, জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দীন

ডাকসুর ভিপি সাদিক, জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দীন

ছয়টি হলে সাদিক-আবিদ-হামিম-ফরহাদরা কে কত ভোট পেলেন?

ডাকসু নির্বাচন ২০২৫
ছয়টি হলে সাদিক-আবিদ-হামিম-ফরহাদরা কে কত ভোট পেলেন?

ফলাফল বর্জনের ঘোষণা দিলেন যে দুই ভিপি প্রার্থী

ডাকসু নির্বাচন
ফলাফল বর্জনের ঘোষণা দিলেন যে দুই ভিপি প্রার্থী

৯ হলের ফল ঘোষণা : সাদিকের ভোট ৯৭৫৭, আবিদ ৪০৬৪

৯ হলের ফল ঘোষণা : সাদিকের ভোট ৯৭৫৭, আবিদ ৪০৬৪

জুলাই স্মরণে ‘রাজাকার রাজাকার’ স্লোগানে প্রকম্পিত ঢাবি

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, রাত ০১:২৮

Advertisement

নিউজ ডেস্ক: ২০২৪ সালের ১৪ জুলাই সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের চলমান আন্দোলন শেষে তৎকালীন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার ‘মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা সুবিধা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে?' এমন বক্তব্যের পর মধ্যরাতে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাঙ্গণ। এই স্লোগানকেই ধরা হয় কোটা আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনের টার্নিং পয়েন্ট।

সেই ঐতিহাসিক রাতের বর্ষপূর্তিতে সোমবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রতীকী মিছিল বের করেন শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে এই কর্মসূচিতে অংশ নেন। স্লোগানে ‘তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার; কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার, স্বৈরাচার’; ‘ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’; ‘কোটা না মেধা, মেধা মেধা’ প্রভৃতি স্লোগান দেন তারা।

মিছিলটি হলপাড়া থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক এবি জুবাইরসহ একাধিক শিক্ষার্থীদের নেতৃত্বে এই মিছিল বের করা হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, জুলাইয়ের সবচেয়ে জ্বালাময়ী এই স্লোগানকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আজকের এই কর্মসূচি। এই স্লোগান ছিল মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। সেদিন স্লোগানই কোটা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল।

মন্তব্য করুন


Link copied