স্টাফরিপোর্টার,নীলফামারী॥ দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমুলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় নীলফামারী জেলায় স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৫ জুলাই) দুপুর ১২টায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. মফিদুল আলম খান। এসময় তিনি বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রশাসনের নির্লিপ্ততায় দেশে একের পর এক সহিংসতা, হামলা ও গুম-খুনের ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে।
তিনি বলেন, একটি হত্যাকে কেন্দ্র করে বিএনপির ওপর মিথ্যা অপ্রচার চালানো হচ্ছে। বিএনপির সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। যাতে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার নিয়ে লড়াই করেছিল, সেই ভোটের অধিকার যাতে আর প্রতিষ্ঠিত হতে না পারে সেই ষড়যন্ত্রে মেতেছে কিছু রাজনৈতিক দল।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার পতন করতে বিএনপির প্রতিটি নেতা-কর্মী বিগত দিনে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে। মামলা-হামলা, গুম-খুনের শিকার হয়েছে। অথচ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে এখন বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে তারা। দেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নানা কুরুচিপূর্ণ কথা বলা হচ্ছে। তারেক রহমান চায় এদেশে ৩১ দফা বাস্তবায়ন। দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন। স্বেচ্ছাসেবক দল সকল মিথ্যা অপপ্রচারে বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দেবে। আমরা জাতীয়তাবাদী শক্তি রাজপথে আছি।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযমের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তৃতা দেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোস্তাক হোসেন, রাজু পারভেজ প্রমূখ। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব।
এসময় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোখলেছুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ আলী নুরানী, ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।