স্টাফরিপোর্টার,নীলফামারী॥ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে আটটি বসতঘর পুড়ে গেছে। নীলফামারী শহরের আরাজি কানিয়ালখাতা কুখাপাড়া মহল্লায় বুধবার(১৬ জুলাই) দুপুরের দিকে আবু বক্কর সিদ্দিকের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় মুষলধারে বৃস্টি হলেও নীলফামারী ফায়ার সার্ভিসের স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই ৮টি বসতঘর সহ সকল আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়।
আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক আবু বক্কর সিদ্দিক জানিয়ে বলেন, এখানে আমরা চার ভাইয়ের পরিবার বসবাস করি। অন্যান্য তিন ভাইয়েরা হলো নুর আলম সিদ্দিক, শাহিনুর আলম সিদ্দিক ও সহিদার রহমান সিদ্দিক। তিনি বলেন, ঘরে থাকা গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ব্যাপক ক্ষতি হয়েছে।
খবর পেয়ে নীলফামারী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দিন জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়। বৃস্টি হওয়ার পরেও আগুন নিয়ন্ত্রনে ছিল না। পড়ে গ্যাস সিলিন্ডারটি অপসারন করা হলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানান তিনি।