আর্কাইভ  শুক্রবার ● ১৮ জুলাই ২০২৫ ● ৩ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১৮ জুলাই ২০২৫
কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, সারাদেশে নিহত ৩১

ফিরে দেখা জুলাই বিপ্লব
কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, সারাদেশে নিহত ৩১

১৮ জুলাই ‘জুলাই আন্দোলন’ স্মরণে ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘোষণা

ফিরে দেখা জুলাই বিপ্লব
আন্দোলন নেয় মোড়
১৮ জুলাই ‘জুলাই আন্দোলন’ স্মরণে ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘোষণা

রংপুরে আবু সাঈদ হত্যায় এসি ইমরানকে আসামি করার দাবি ভাইয়ের

তথ্য গোপন করে বিসিএস কর্মকর্তা  
রংপুরে আবু সাঈদ হত্যায় এসি ইমরানকে আসামি করার দাবি ভাইয়ের

জুলাই বিপ্লবের এক বছর: নতুন সূর্য, পুরনো ক্ষত ও অটুট প্রত্যয়

জুলাই বিপ্লবের এক বছর: নতুন সূর্য, পুরনো ক্ষত ও অটুট প্রত্যয়

কাকে ‘ডেভিল রানি’ বললেন সোহেল তাজ

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, বিকাল ০৭:২০

Advertisement

নিউজ ডেস্ক: গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের নেতাদের হত্যার একটি হীন চেষ্টা। এমন মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে সোহেল তাজ লেখেন, ‘আমি মনে করি গতকাল ১৬ জুলাই ২০২৫ গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের (নাহিদ, সার্জিস, হাসনাত, জারা) নেতাদের হত্যার একটি হীন চেষ্টা। আমি আশ্চর্য হব না, যদি ডেভিল রানি নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন।’

তিনি লেখেন, ‘আত্মউপলব্ধি, আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক- হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে দিয়েছে। এরপর ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। সারা বাংলাদেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালাবার নির্দেশ দিচ্ছে।’

 

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গতকাল বুধবার গোপালগঞ্জে দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ হামলায় অংশ নেয় আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে হামলাকারীরা, এতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

পরিস্থিতির অবনতি হওয়ায় কারফিউ জারি করে সরকার, যা আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বলবৎ থাকবে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে আটক করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গোপালগঞ্জে সংঘটিত অরাজকতায় জড়িত কেউই ছাড় পাবে না। দোষীদের সবাইকে গ্রেপ্তার করা হবে।

এ ঘটনায় গোয়েন্দা সংস্থার কোনো পূর্বতথ্য ছিল কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দাদের কাছে কিছু তথ্য ছিল ঠিকই, তবে এত বড় পরিসরে ঘটনা ঘটবে, সে বিষয়ে তারা আগাম অবহিত ছিলেন না।

এনসিপি নেতাদের আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা নিয়ে তোলা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে, সবাই তাদের মতো করে মন্তব্য করবেন।

আরেক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গতকালই সংশ্লিষ্ট এলাকায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন


Link copied