স্টাফরিপোর্টার,নীলফামারী॥ উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সুস্থতা কামনায় নীলফামারী জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিহত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। মঙ্গলবার(২২ জুলাই) দুপুরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ দোয়া আয়োজন করে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক ভূবন মোহন তরফদার জানান, উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা নিহত রুহের জন্য ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এই দোয়ার আয়োজন করি। তিনি বলেন, উত্তরা মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহেরিন চৌধুরী নিজের জীবনের কথা চিন্তা না করে ২০জন শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে নিজে না ফেরার দেশে চলে গেলেন। তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না, ছিলেন মানবিক বীর। আমরা শিক্ষক সমাজ তার আত্মত্যাগে গর্বিত ও শোকাহত।