আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫ ● ৯ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
সরকার নির্ধারিত জায়গায় দাফন করতে কেউ সম্মত হননি

মাইলস্টোন ট্রাজেডি
সরকার নির্ধারিত জায়গায় দাফন করতে কেউ সম্মত হননি

বিকৃত ৬ লাশ শনাক্তে ১১ জনের ডিএনএ সংগ্রহ

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত
বিকৃত ৬ লাশ শনাক্তে ১১ জনের ডিএনএ সংগ্রহ

‘উদ্ধারকাজে যোগ দিলেও বুঝিনি আমার ভাতিজিও সেখানে ছিল’

‘উদ্ধারকাজে যোগ দিলেও বুঝিনি আমার ভাতিজিও সেখানে ছিল’

মাইলস্টোন স্কুলের সেই ভবনের ওপর দিয়ে আবারও উড়ছে বিমান

স্কুলটির অবস্থান নিয়ে প্রশ্ন
মাইলস্টোন স্কুলের সেই ভবনের ওপর দিয়ে আবারও উড়ছে বিমান

সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে বাস ট্রাক সংঘর্ষ, আহত ১৯

বুধবার, ২৩ জুলাই ২০২৫, বিকাল ০৫:৩৬

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার(২৩ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস মহাসড়কের উপজেলার ইটভাটা মোড় (বসুনিয়া মোড়সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, রংপুর থেকে ছেড়ে আসা সোনারতরী নামের একটি যাত্রীবাহী বাস দিনাজপুর যাচ্ছিল। পথিমধ্যে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। দুর্ঘটনার খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে, দশমাইল হাইওয়ে, সৈয়দপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। এসময় ট্রাকের ভিতরে আটকে পড়া হেলপারকে ট্রাক কেটে উদ্ধার করে ফায়াস সার্ভিস।
এ রির্পোট লিখা পর্যন্ত (বিকাল সাড়ে ৫টায়) এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ১৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।আহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফারেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধারকৃতদের সৈয়দপুর ১০০ শষ্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

মন্তব্য করুন


Link copied