নিউজ ডেস্ক: স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে। বুধবার দিবাগত রাত ১ টা ১৮ মিনিটে হাসপাতালের উদ্দেশে রওনা করেছেন খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
কিছুক্ষণের মধ্যেই গুলশানের বাসা ফিরোজা থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা করবেন বলে জানান দিদার।