স্টাফরিপোর্টার,নীলফামারী॥ রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে চিরবিদায় নেওয়া সাহসী শিক্ষিকা মাহেরিন চৌধুরীর কবরে শ্রদ্ধা জানিয়েছেন নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি চৌধুরীপাড়ার পারিবারিক কবরস্থানে মাহেরীনের কবরের সামনে দোয়া করেন তিনি।
এসময় জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আকতারুজ্জামান আকতার, ইটাখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার কাওসার আলী, গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান উপস্থিত ছিলেন।
এসময় আ.খ.ম আলমগীর সরকার বলেন, শিক্ষিকা মাহেরিন চৌধুরী নিজের জীবন উৎসর্গ করে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা আমাদের জন্য গর্বের বিষয়। জাতির ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে গিয়ে এমন আত্মত্যাগ বিরল। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।
সোমবার (২১ জুলাই) দুপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরী নিজের জীবন বিপন্ন করে অন্তত ২০ শিক্ষার্থীর প্রাণ রক্ষা করেছিলেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল।
পরের দিন মঙ্গলবার (২২ জুলাই) বিকালে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে তার মরদেহ পৌঁছায় বাবার বাড়ি নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামে। বিকাল ৪টার দিকে বাড়ির সামনে থাকা বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে শায়িত করা হয় মাহেরীনকে।