নিউজ ডেস্ক: প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করেছেন, গুলশানে গ্রেপ্তার হওয়া রিয়াদের কমরেড নাহিদ ইসলাম? শনিবার (২৬ জুলাই) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ প্রশ্ন করেন।
তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
‘গুলশানে গ্রেফতার হওয়া রিয়াদের কমরেড নাহিদ ইসলাম!?
গুলশানে আজ চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছে সমন্বয়ক পরিচয় দেয়া ৫ জন। ১ কোটি টাকা চাঁদার ১০ লাখ আগে নিয়েছে, আজকে আবার আনতে গিয়ে পুলিশের হাতে কট।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের সিনিয়র সংগঠক আব্দুর রাজ্জাক বিন সোলায়মান রিয়াদের নেতৃত্বে এই চাঁদাবাজি সংগঠিত হয়।
রিয়াদের রাজনৈতিক গুরু কে জানেন! নাহিদ ইসলাম।
ফেসবুকে এমনটাই বারবার লিখে পোস্ট করত রিয়াদ!
রিয়াদের প্রোফাইলে গেলে আপনারা তার কমরেড নাহিদ ইসলামের সঙ্গে রিয়াদের অনেক ছবি পাবেন।
চাঁদাবাজ রিয়াদ আবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি! এগুলোই কি নতুন ভন্ডোবস্ত। প্রমাণ পোস্টে সংযুক্ত।
আইডি লিংক : (https://www.facebook.com/abdurrazzak.binsulaiman)’
উল্লেখ্য, রাজধানীর গুলশান এলাকায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা রয়েছেন।
গ্রেপ্তাররা হলেন মো. সাকাদাউন সিয়াম (২২), সাদমান সাদার (২১), মো. ইব্রাহিম হোসেন (২৪) ও আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)। অপরজন শিশু হওয়ায় তার নাম, পরিচয় ও গ্রেপ্তারের ছবি দেয়নি পুলিশ।
গ্রেপ্তারদের মধ্যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়কদের একজন।