নিউজ ডেস্ক: রংপুরের গংগাচড়ায় সাম্প্রদায়িক হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় মামলা হল হামলাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফম খালিদ হোসেন।
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে ধর্ম উপদেষ্টার দপ্তরে তাবলিগের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা খালিদ হোসেন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা বলেন, গংগাচড়ার ব্যাপারে, যিনি ধর্মকে কটাক্ষ করেছেন উনাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। প্রতিক্রিয়া হিসেবে সনাতন ধর্মের সদস্যদের উপর যে হামলা এটাতো আইনকে হাতে নেওয়া, আমরা এটা চাচ্ছি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে কেউ যদি সুনির্দিষ্ট মামলা করেন তাহলে তদন্ত করে কারা হামলাকারী তোদেরকে চিহ্নিত করা হবে। যদি মামলা হয়ে থাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, স্থানীয় পুলিশও বলেছেন যে কেউ যদি মামলা করে তাহলে বাড়ি ঘরে হামলাকারী কারা তাদেরকে চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, একটা মব যখন হয় সব জায়গাতে তো পুলিশ থাকা সম্ভব না। দেখুন বাংলাদেশের কালচার হয়ে গেল ধর্মকে উপহাস করা। এটা তো ঠিক না, এটা সমাজের শৃঙ্খলা, সংহতি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে। সবগুলাই আমরা আইন অনেক ভাবে সমাধান করব।