আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

উড়ালসেতুর অভাবে ঝুঁকিপূর্ণ পারাপার: বেরোবির মেইন গেইট

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, সকাল ০৬:৪২

Advertisement

শফিউল আলম রাসেল: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মূল ফটকের সামনে উড়ালসেতু বা ফুটওভার ব্রিজ না থাকায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীরা। ব্যস্ত সড়কে দ্রুতগতির যানবাহনের ভিড়ে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, কিন্তু এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ নেই।

বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়ক চলে গেছে। এই মহাসড়কে দিনরাত চলে ভারী যানবাহন, ট্রাক, বাস, মোটরসাইকেল ও প্রাইভেটকার। কিন্তু এমন গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে নিরাপদ পারাপারের কোনো সেতু বা ট্রাফিক ব্যবস্থা নেই।

স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ফারিয়া সুলতানা বলেন, “প্রতিদিন ক্লাসে আসার সময় রাস্তা পার হতে ভয় লাগে। গাড়িগুলো এত দ্রুত চলে যে কখন কী হয় বলা যায় না। উড়ালসেতু থাকলে অন্তত নিরাপদে পার হতে পারতাম।”

গত ছয় মাসে এই সড়কে একাধিক শিক্ষার্থী দুর্ঘটনায় আহত হয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবুও এখনও পর্যন্ত সিটি কর্পোরেশন বা সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের এক কর্মকর্তা বলেন, “আমরা একাধিকবার লিখিতভাবে প্রশাসন ও সড়ক বিভাগকে জানিয়েছি। কিন্তু এখনও বাস্তবায়নের কোনো অগ্রগতি হয়নি।”

স্থানীয় বাসিন্দারা বলেন, শুধু শিক্ষার্থীরাই নয়—এই সড়ক দিয়ে পার হয় শত শত সাধারণ মানুষও। তারা মনে করেন, এটি শুধু একটি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নয়, পুরো এলাকার মানুষের চলাচলের নিরাপত্তার প্রশ্ন।

মন্তব্য করুন


Link copied