আর্কাইভ  শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫ ● ২৪ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫

রংপুর-৩ আসনে তিন প্রার্থীর লড়াই, এখনো প্রার্থী ঘোষণা করেনি এনসিপি

শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, রাত ১২:২৩

Advertisement

নিউজ ডেস্ক:  রংপুর-৩ আসনে সম্ভাব্য প্রার্থীরা এলাকায় ঘুরছেন। জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাহবুবর রহমান বেলাল, ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে আমিরুল ইসলাম পিয়ালের নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে জামায়াত ও ইসলামী আন্দোলন তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করলেও বিএনপি এবং এনসিপি এখনো নিজ দলের প্রার্থীর নাম ঘোষণা করেনি।

মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনকে মাথায় রেখে বিএনপির নেতা-কর্মীরা বসে নেই। তারা বিভিন্ন সভা-সমাবেশ করছেন। ইতোমধ্যে বিএনপি এবং অঙ্গসংগঠনের একাধিক কেন্দ্রীয় নেতা রংপুরে এসে সভা-সমাবেশ করেছেন। তারাও মনে করছেন আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। তারাও নির্বাচনি মাঠ গোছাচ্ছেন। সভা-সমাবেশের বাইরে দলকে সংগঠিত করতে বিভিন্ন কমিটিকে শক্তিশালী করছেন।

অপরদিকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরাও রাজনীতির মাঠে নেমেছেন। তারা গ্রামপর্যায়ে উঠান বৈঠক, কমিটি গঠন, সভাসমাবেশ করে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করছেন। জনগণের কাছে জামায়াতে ইসলামের আদর্শ তুলে ধরছেন। জামায়াতের নেতা-কর্মীদের সঙ্গে কথা হলে তারা জানান, সামনে নির্বাচন। ওই নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করবে। তাই নেতা-কর্মীরা মাঠে কাজ করছেন।

জামায়াতে ইসলামীর দলীয় সূত্রে জানা গেছে, রংপুর সদর আসনে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাহবুবর রহমান বেলাল। তিনি বলেন, নেতা-কর্মীদের সংগঠিত করতে বিভিন্ন সভাসমাবেশ করা হচ্ছে। এ ছাড়া উঠান বৈঠক করে জামায়াতের আদর্শ তুলে ধরা হচ্ছে জনগণের কাছে।

এদিকে জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকু সকাল-সন্ধ্যা নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন। সদরের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন সভাসমাবেশ করছেন। এ ছাড়া বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজেকে প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন। তিনি বলেন, সদর আসনে এবার ধানের শীষ বিজয় লাভ করবে। সদরের বাসিন্দারা দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার হয়ে আসছেন। বৈষম্য দূরিকরণে বিএনপির বিকল্প নেই।

অপরদিকে সদর আসনে ইসলামী আন্দোলন তাদের প্রার্থী হিসেবে আমিরুল ইসলাম পিয়ালকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। তিনি এবং তার দলের লোকজন নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এনসিপি রংপুর মহানগর কমিটির আহ্বায়ক শান্তি কাদেরী বলেন, আসন্ন সংসদ নির্বাচনে রংপুর-৪ আসন থেকে দলের সদস্যসচিব আখতার হোসেন নির্বাচন করবেন। এ ছাড়া অন্যান্য আসনের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি।

মন্তব্য করুন


Link copied