স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৯ আগষ্ট) দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিঞা।
এসময় জলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় আইন ও বিধিমালা উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার। বক্তৃতা দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. এনামুল হক বসুনিয়া, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।
কর্মশালায় জেলার ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), আইনজীবী, গণমাধ্যম কর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সার্ভেয়ারসহ ৬০জন অংশগ্রহন করেন।