আর্কাইভ  রবিবার ● ১০ আগস্ট ২০২৫ ● ২৬ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ১০ আগস্ট ২০২৫

‘যাদের হাত ধরে আজকের নারী ক্রিকেট তারা এখন কোথায়’

শনিবার, ৯ আগস্ট ২০২৫, রাত ০৮:৫৮

Advertisement

নিউজ ডেস্ক: ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন ৪ সেপ্টেম্বর হওয়ার কথা। এ নিয়ে কয়েক দফা বৈঠক করেছেন তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্তরা। ছিলেন না কোনো নারী ক্রিকেটার। 

কোয়াবের আলোচনায় নারীদের কোনো প্রতিনিধি না রাখায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নারী দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা ও সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। রুমানা যুগান্তরকে বলেন, ‘তারা আমাদের নির্বাচনে আসার জন্য বলছেন। তার আগে আমাদের সদস্য হতে হবে। মেয়েরা কোয়াবের সদস্য নন। কোয়াবে কীভাবে যাব এজন্য সবার আগে আমাদের নিজেদের বসা প্রয়োজন। আমরা সব সময় অবহেলিত ছিলাম। এখনো আছি। কেউ আমাদের দিকে তাকায় না।’

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কোয়াবের দায়িত্ব থেকে সরে দাঁড়ান সভাপতি নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল। এরপর সেলিম শাহেদকে আহ্বায়ক করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নারী ক্রিকেটারদের না রাখায় নিজের ফেসবুক পেজে রুমানা আহমেদ লেখেন, ‘সম্প্রতি বোর্ডে কোয়াব নিয়ে বেশ আলোচনা চলছে। এখানে পুরুষ ক্রিকেটারের অনেকের আনাগোনা দেখলেও কোনো নারী ক্রিকেটারের দেখা মিলল না। তাহলে আমাদের অবস্থান কোথায়? যাদের হাত ধরে এই নারী ক্রিকেট তারাইবা এখন কোথায়? তামিম, সাকিব, মাহমুদউল্লাহ যদি সবার আলোচনায় থাকে, সালমা, রুমানা, জাহানারাদের নিয়ে কোথায় আলোচনা? কবে আমরা নারী-পুরুষের বৈষম্য দূর করব? কবে একটা সুন্দর সংস্কৃতি তৈরি করব? এত বছরের ক্রিকেট ক্যারিয়ারে এটুকু মূল্যবোধ তো আশা করতেই পারি।’ নিগার তার ফেসবুকে লিখেছেন, ‘ক্রিকেটার আর নারী ক্রিকেটারের ভেতর পার্থক্য আছে বন্ধু!’ 

রুমানা আরও লেখেন, ‘বৈষম্য, বৈষম্য আর বৈষম্য! যেখানে ক্রিকেটে উন্নত দেশগুলো তাদের নারী ক্রিকেটারদের সঙ্গে নিয়ে অনেকদূর এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা নারী ক্রিকেটারদের আলোচনাতেও আনছি না। আমাদের বৈষম্যটা তাহলে কেন? আমরাও তো এ দেশের ক্রিকেটে গৌরব বয়ে আনছি। বহির্বিশ্বে যেখানে নারীরা ফ্র্যাঞ্চাইজি লিগ যেমন নারী আইপিএল, নারী বিগ ব্যাশ, নারী পিএসএল খেলে, সেখানে আমরা এটা (নারী বিপিএল) নিয়ে আলোচনা করতে করতে থেমে যাই। যদিও আমাদের ছেলেদের বিপিএল এখনো দাঁড়াতে পারেনি। কিন্তু এই দায়ভার কার?’

মন্তব্য করুন


Link copied