স্টাফরিপোর্টার,নীলফামারী॥ বাংলাদেশে প্রতি বছর প্রায় তিন কোটি মানুষ খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয়ে বছরে প্রায় দুই লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এছাড়া বছরে প্রায় ৩৫ হাজার মানুষ সরাসরি খাদ্যবাহিত রোগে মারা যায়। সোমবার(১১ আগষ্ট) নীলফামারীর সৈয়দপুর শহরের একটি রিসোর্টে ‘নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা মূলক’ দিনব্যাপী কর্মশালায় এসব তথ্য জানানো হয়। ওই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আ, ন, ম নাজীম উদ্দিন।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পর্যায়ের ওই কর্মশালায় প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্পের জেষ্ঠ বিশেষজ্ঞ মো. আইয়ুব হোসেন। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন প্রমুখ।
সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম কর্মী, শিক্ষক, এনজিও প্রতিনিধি, রেস্তোরা মালিক-কর্মচারী ছাড়াও বিভিন্ন পেশার মানুষ ওই কর্মশালায় অংশ নেন।