আর্কাইভ  শনিবার ● ১৬ আগস্ট ২০২৫ ● ১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১৬ আগস্ট ২০২৫

কোচিং সেন্টারে মিলল অস্ত্র-বিস্ফোরক, ঘিরে রেখেছে সেনাবাহিনী

শনিবার, ১৬ আগস্ট ২০২৫, দুপুর ০২:৫৪

Advertisement Advertisement

রাজশাহী: রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারের পর ওই বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনী।

শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে বাড়িটিতে অভিযান চালায় সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল।

বাড়িটির ভেতরে অবস্থিত ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারকে কেন্দ্র করেই এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, অভিযানে উদ্ধার করা হয়েছে-দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলভার, একটি কার্তুজ, তিন বক্স এয়ারগানের শিশা, দেশীয় অস্ত্র, জিপিএস, ওয়াকিটকি, বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং মাদকদ্রব্যসহ আরও বেশ কিছু সামগ্রী।

তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত অভিযানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। তবে তারা যদি পুলিশের কাছে কিছু হস্তান্তর করে, তাহলে বিস্তারিত তথ্য দেওয়া যাবে।  

অভিযান শেষে উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরকগুলো কোথা থেকে এসেছে এবং এতে কে বা কারা জড়িত-তা খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থাগুলো। এলাকাটি ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

মন্তব্য করুন


Link copied