নিউজ ডেস্ক: চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপির অর্ধডজন মনোনয়নপ্রত্যাশী মাঠে সক্রিয় রয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিশ এরই মধ্যে আসনটিতে একক প্রার্থী ঘোষণা করেছে। এর বাইরেও কয়েকটি ছোট দলের প্রার্থীরা মাঠে সরব। এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় আছেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন। একই নামে বিএনপির বহিষ্কৃত নেতা নুরুল আমিনও এ আসনে মনোনয়ন দৌড়ে আছেন। আরও আছেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী ও বর্তমান আহ্বায়ক আবদুুল আউয়াল চৌধুরী।
আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতা ও রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলার ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসুফ, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব সালাউদ্দিন সেলিমসহ কয়েকজন নেতা। অন্যদিকে এ আসনে একক প্রার্থী ঘোষণা করেছে তিনটি রাজনৈতিক দল। দলগুলো মনোনীতরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর শুরা সদস্য ও ডিএজি অ্যাডভোকেট সাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ চৌধুরী ও বাংলাদেশ খেলাফত মজলিশের চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি মাওলানা জাফর উল্ল্যাহ। বিএনপির মনোনয়নপ্রত্যাশীসহ বাকি সবাই রাজনৈতিক, সামাজিক বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় হয়ে ভোটের মাঠ সরগরম করে চলেছেন। বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. নুরুল আমিন বলেন, ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে আমি ছাত্রজীবন থেকে ছাত্রদল, যুবদল হয়ে বিএনপিতে এসেছি। সুদিন-দুর্দিন সবসময়ে দলে সক্রিয় ছিলাম। নেতৃস্থানীয় পদগুলোতে নেতৃত্ব দিয়েছি। আন্দোলন সংগ্রামে ছিলাম। সব সময় দুর্নাম থেকে দূরে থাকার চেষ্টা করেছি। কীভাবে রাজনীতি করলে মানুষের উপকার ও দলের সুনাম হয় সে চেষ্টাই করেছি আজীবন। আগামী নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলে মিরসরাইয়ে ধানের শীষের ভূমিধস বিজয় হবে।’
মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘দলের দুঃসময়ে আমি দলের নেতৃত্বে ছিলাম। কীভাবে রাজনীতি করেছি, কতটা আন্দোলন সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছি দলের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত অবগত আছেন। ভোটারদের সঙ্গে আমার হৃদ্যতা আছে। আমি গণমানুষের সঙ্গে আছি। আশা করছি দল আমাকে মূল্যায়ন করবে।’ আবদুল আউয়াল চৌধুরী বলেন, ‘আমি তরুণ বয়স থেকে ছাত্রদলের নেতৃত্ব শেষে বিএনপিতে নেতৃত্ব দিয়েছি। সবসময় পরিচ্ছন্ন ও শান্তির রাজনীতি করেছি। দলের হাইকমান্ড থেকে বর্তমানে পরিচ্ছন্ন রাজনীতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ কারণে আমি মনোনয়নপ্রত্যাশী। তবে দল যেভাবে চাইবে সেভাবেই সবকিছু হবে।’