আর্কাইভ  মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০২৫ ● ৬ কার্তিক ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০২৫
“ছাত্রীর পরিকল্পনায় জবি শিক্ষার্থী জোবায়েদকে খুন"

“ছাত্রীর পরিকল্পনায় জবি শিক্ষার্থী জোবায়েদকে খুন"

লালমনিরহাটের নয়টি ইউনিয়নের ৫৬ ইউপি সদস্যের আ'লীগ-জাপা থেকে গণপদত্যাগ

লালমনিরহাটের নয়টি ইউনিয়নের ৫৬ ইউপি সদস্যের আ'লীগ-জাপা থেকে গণপদত্যাগ

রংপুরের পীরগঞ্জে টাকা না দেওয়ায় দাদিকে জবাই করে হত্যার ঘটনায় নাতি গ্রেফতার

রংপুরের পীরগঞ্জে টাকা না দেওয়ায় দাদিকে জবাই করে হত্যার ঘটনায় নাতি গ্রেফতার

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট বন্ধ ঘোষণা

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিট বন্ধ ঘোষণা

নীলফামারীতে বিদ্যুৎস্পষ্টে গৃহবধু নিহত

শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ০৫:০০

বিদ্যুৎস্পৃষ্টে নিহত গৃহবধু জামিলা বেগমের বাড়িতে শোকের মাতম

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই ছাড়ারপাড় বুড়িরডাঙ্গা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামিলা বেগম (৪৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শুক্রবার(৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে। নিহত জামিলা ওই এলাকার মমিনুর রহমান ভুট্টুর স্ত্রী।

স্থানীয়রা জানান, ওই এলাকার সামসুল ফকির কুকুর শিয়াল হতে তার খামারের হাঁস-মুরগী রক্ষার জন্য খামারের চারপাশে বিদ্যুতের জিআই তারের ঘেরা দেয়। ঘটনার সময় শুক্রবার বেলা ১১টার দিকে জামিলা বাঁশপাতা সংগ্রহ করতে গেলে বিদ্যুতের জিআই তারে সংস্পর্শ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নিহার রঞ্জন চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, খামারের চারপাশে বিদ্যুৎ সংযুক্ত করে রাখা মানে মানুষের জন্য মরণফাঁদ তৈরি করা। কোনো সতর্কতামূলক ব্যানার বা ফেস্টুনও টানানো ছিল না। ইচ্ছাকৃতভাবে এমন ঝুঁকি রেখে দিয়েছে খামার মালিক। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, খামারের পাশের মাঠে এলাকার ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে। যদিন কোনো বাচ্চা ভুল করে তারের স্পর্শে আসতো তাহলে কি হতো। এমন বিপজ্জনকভাবে বিদ্যুৎ ব্যবহার কোনভাবেই গ্রহণযোগ্য নয়। 

নিহতের স্বামী মমিনুর রহমান ভুট্টু বলেন, সকালেই আমার স্ত্রী জামিলার সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে কথা হয়েছিল। কখনো যে এভাবে তাকে হারাতে হবে, ভাবতে পারিনি।

এদিকে ঘটনার সত্যতা নিশ্টিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম আর সাঈদ জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষে থানায় এখনও কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য করুন


Link copied