আর্কাইভ  শনিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৫ ● ২২ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৫
স্বল্প আয়ে সংসার চালাতে হিমশিম

নিত্যপণ্যের চড়া দাম
স্বল্প আয়ে সংসার চালাতে হিমশিম

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

শৃঙ্খলা রক্ষায় কঠোর বিএনপি

♦ অনেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে
♦ জিরো টলারেন্স নীতি দলীয় হাইকমান্ডের
শৃঙ্খলা রক্ষায় কঠোর বিএনপি

খাদের কিনারে পর্যটন খাত

খাদের কিনারে পর্যটন খাত

ভোটের হাওয়া

বিএনপির ছয় প্রার্থী মাঠে জামায়াতের একক

শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, রাত ১২:০০

Advertisement

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপির প্রার্থী হতে চান কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি রুহুল আমিন আকিল, অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ও আশফাক আহমেদ জুন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান কাকন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ ও পাকুন্দিয়ার তরুণ বিএনপি নেতা আহমেদ ফারুক খোকন। এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, গণঅধিকার পরিষদের প্রার্থী পার্টির কেন্দ্রীয় সহসভাপতি শফিকুল ইসলাম শফিক ও খেলাফত মজলিসের মাওলানা তাফাজ্জুল হক রাশিদী। জেলা বিএনপির সহসভাপতি রুহুল আমিন আকিল বলেন, বিগত   আন্দোলন-সংগ্রামে প্রথম কাতারে ছিলাম। আশা করি, দল আমাকে মূল্যায়ন করবে। দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, বিগত আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছি। এলাকায় প্রচারণা চালাচ্ছি। দল মনোনয়ন দিলে এ আসনটি বিএনপিকে উপহার দিতে পারব। জেলা বিএনপির সহসভাপতি আশফাক আহমেদ জুন বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে তৃণমূলে সাধ্যানুযায়ী কাজ করে যাচ্ছি। আশাকরি দল মূল্যায়ন করবে। বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান কাকন বলেন, দলের সংকটময় সময়ে পাশে দাঁড়িয়েছি। প্রচারণা চালিয়ে যাচ্ছি। আশা করি, দল আমার ত্যাগকে মূল্যায়ন করবে। কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ বলেন, প্রচারণা চালিয়ে যাচ্ছি। দল মনোনয়ন দিলে জয়ী হতে পারব ইনশাআল্লাহ। পাকুন্দিয়ার বিএনপি নেতা আহমেদ ফারুক খোকন বলেন, তৃণমূলে কাজ করে যাচ্ছি। তারা আমার পক্ষে আছেন। আশা করি, দল আমাকে মনোনয়ন দিয়ে মূল্যায়ন করবে। জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল বলেন, মানুষ পরিবর্তন চায়। দেশ ও জনগণের কল্যাণে কাজ করব ইনশাআল্লাহ। গণঅধিকার পরিষদের প্রার্থী পার্টির কেন্দ্রীয় সহসভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, গণমানুষের দাবি আদায়ে রাজপথে সক্রিয় ছিলাম। আজীবন তাদের কল্যাণে কাজ করে যাব। খেলাফত মজলিসের মাওলানা তাফাজ্জুল হক রাশিদী বলেন, খেলাফত প্রতিষ্ঠায় কাজ করছি। দেশ ও দেশের কল্যাণে কাজ করে যাচ্ছি। এ আসনে বর্তমানে বিএনপি ছাড়া অন্য দলগুলোর তেমন শক্ত কোনো অবস্থান নেই। এরপরও কোনো কোনো দল তাদের প্রার্থীর ব্যক্তিগত ক্যারিশমার ধারণা থেকে জোর লড়াইয়ের প্রত্যাশা করছে।

মন্তব্য করুন


Link copied