নিউজ ডেস্ক: রাজধানীর মগবাজারে তাকওয়া হাসপাতালের পাশে একটি রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে নয়তলা ভবনের দ্বিতীয় তলায় ‘কিসমি’ নামে রেস্তোরাঁয় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চেষ্টায় রাত ১২টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদফতরের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১২টা ২৫ মিনিটে তাকওয়া হাসপাতালের পাশে একটি ৯ তলা ভবনের দ্বিতীয় তলায় একটি রেস্তোরাঁয় আগুন লাগার সংবাদ আসে। পরে দ্রুত দুটি ইউনিটের চেষ্টায় ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।