আর্কাইভ  রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫ ● ৬ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫
ক্যাফেটেরিয়ার চুক্তি না মানায় বেরোবি উপাচার্যকে আইনি নোটিশ

ক্যাফেটেরিয়ার চুক্তি না মানায় বেরোবি উপাচার্যকে আইনি নোটিশ

“জাপা এখন আওয়ামী লীগের লেজ নয়, মাথা”

“জাপা এখন আওয়ামী লীগের লেজ নয়, মাথা”

সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

বিশ্বসেরা গবেষকের তালিকায় বেরোবির দুই শিক্ষক ও এক শিক্ষার্থী

বিশ্বসেরা গবেষকের তালিকায় বেরোবির দুই শিক্ষক ও এক শিক্ষার্থী

শিক্ষার্থীদের তীব্র আন্দোলন, স্থগিত হলো রাবিতে ‘পোষ্য কোটা’

রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ০৮:১৪

Advertisement

নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একদল শিক্ষার্থীর ধারাবাহিক আন্দোলনের মুখে অবশেষে ‘পোষ্য কোটা’ স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধার আওতায় ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য রোববার (২১ সেপ্টেম্বর) জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে।

এ ঘোষণা আসে এমন সময়, যখন উপাচার্যের বাসভবনের ফটকের সামনে কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। আন্দোলনকারীরা দুটি দাবিতে অবিচল—‘পোষ্য কোটা’ বাতিল এবং ২৫ সেপ্টেম্বরের মধ্যেই রাকসু নির্বাচন আয়োজন।

তবে অনেক শিক্ষার্থী ঘোষণা পাওয়ার পর হলে ফিরে গেলেও অনেকে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের অভিযোগ, কর্তৃপক্ষ কেবল স্থগিত করেছে, বাতিল করেনি। তাই সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এর আগে বৃহস্পতিবার ভর্তি কমিটির সভায় শিক্ষকদের সন্তানদের জন্য শর্তসাপেক্ষে ‘পোষ্য কোটা’ অনুমোদন করা হলে আন্দোলনের সূচনা হয়। এরপর থেকে ক্যাম্পাসে বিক্ষোভ, অনশন, এমনকি শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। শনিবার রাতে উত্তেজনা চরমে পৌঁছায়, যখন কয়েক হাজার ছাত্রী হল থেকে বেরিয়ে এসে আন্দোলনে যোগ দেন।

আন্দোলনকারী শিক্ষার্থী আবু হুরায়রা বলেন, আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি। ‘পোষ্য কোটা’ বৈষম্যমূলক, তাই এর বিরুদ্ধে সবাই একত্রিত হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

অন্যদিকে শিক্ষক-কর্মকর্তাদের একটি অংশ উপ-উপাচার্য ও প্রক্টরকে ‘লাঞ্ছিত’ করার প্রতিবাদে রোববার পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছেন। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ দিকে অনশনে অংশ নেওয়া নয় শিক্ষার্থীর মধ্যে তিনজন অসুস্থ হয়ে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছেন।

মন্তব্য করুন


Link copied