আর্কাইভ  বুধবার ● ১ অক্টোবর ২০২৫ ● ১৬ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ১ অক্টোবর ২০২৫
আজ মহানবমী, দেবীর বিদায়ের ঘণ্টা শুরু

দশমীতে দেবী ফিরে যাবেন কৈলাশে (স্বামীর বাড়ি)
আজ মহানবমী, দেবীর বিদায়ের ঘণ্টা শুরু

৭৫ বছরের বর ও ৩৫ বছরের কনে, বাসররাতের পরদিনই মৃত্যু

৭৫ বছরের বর ও ৩৫ বছরের কনে, বাসররাতের পরদিনই মৃত্যু

রংপুরে ৮ জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত, লক্ষণ ‘চামড়ায় ঘা’

রংপুরে ৮ জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত, লক্ষণ ‘চামড়ায় ঘা’

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

নারী ওয়ানডে বিশ্বকাপ

একটি সেঞ্চুরির জন্য তৃষ্ণার্ত শারমিন

বুধবার, ১ অক্টোবর ২০২৫, দুপুর ০৪:২৪

Advertisement

নিউজ ডেস্ক: মেয়েদের ওয়ানডেতে বাংলাদশের ব্যাটারদের সেঞ্চুরি মাত্র দুটি। প্রথমটি ফারজানা হকের, দ্বিতীয়টি অধিনায়ক নিগার সুলতানার। তবে নারী বিশ্বকাপে বাংলাদেশের কেউ এখনো তিন অঙ্ক ছুঁতে পারেননি। এবার সেই অপূর্ণতা ঘোচাতে চান দলের অন্যতম সেরা ব্যাটার শারমিন আক্তার।

মঙ্গলবার আসামের গুয়াহাটিতে দুই সহ-আয়োজক ভারত ও শ্রীলংকার ম্যাচ দিয়ে পর্দা উঠেছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। আগামীকাল কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। তার আগে আইসিসি ডিজিটালকে নিজের স্বপ্নের কথা জানালেন শারমিন, ‘শেষ দুই-তিনটি সিরিজে দারুণ সময় কেটেছে আমার। বিশ্বকাপে দলের জন্য সেভাবেই অবদান রাখতে চাই। প্রথম সেঞ্চুরির দেখা পেতে নিজেকে আরেকটু ছাড়িয়ে যেতে হবে। সেঞ্চুরিটি বিশ্বকাপে পেলে অসাধারণ হবে। গোটা জীবনের জন্য স্মরণীয়। দলের জন্য আমি সেঞ্চুরি করতে চাই। আমি ভালো করতে পারলে দলেরও ভালো হবে।’

গত বছর দলে ফেরার পর দুবার সেঞ্চুরির খুব কাছে গিয়ে থেমেছেন ২৯ বছর বয়সি শারমিন। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৬ রানে আউট হওয়ার পর থাইল্যান্ডের বিপক্ষে অপরাজিত থাকেন ৯৪ রানে। সেই আক্ষেপ ঘুচিয়ে এবার সেঞ্চুরিতে রাঙাতে চান তিনি বিশ্বকাপ। শারমিনের স্বপ্ন পূরণ হতে পারে প্রথম ম্যাচেই।

২০২২ সালে নিজেদের প্রথম ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের একমাত্র জয় ছিল পাকিস্তানের বিপক্ষে। এবার প্রস্তুতি ম্যাচে নিগাররা হারিয়েছেন শ্রীলংকাকে। বিশ্বকাপে এ দুটি দলকে হারানোর লক্ষ্যের কথা আলাদাভাবে জানালেন শারমিন, ‘পাকিস্তানের বিপক্ষে আগের সাফল্যের স্মৃতি অবশ্যই প্রেরণা জোগায়। সেখান থেকে আত্মবিশ্বাস মেলে। গত বিশ্বকাপে আরও কয়েকটি ম্যাচে ভালো খেলেও একটুর জন্য হেরে গেছি আমরা। যেমন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গত বিশ্বকাপে শ্রীলংকা ছিল না, এবার আছে। ওদের সঙ্গেও সব সময় ভালো লড়াই হয় আমাদের। এবার ওয়েস্ট ইন্ডিজ নেই। পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে তাই জয়ে চোখ আমাদের।’

মন্তব্য করুন


Link copied