আর্কাইভ  শনিবার ● ৪ অক্টোবর ২০২৫ ● ১৯ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ৪ অক্টোবর ২০২৫
হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

বেরোবির শহীদ ফেলানী হলে নানামুখী ভোগান্তি, বৈষম্যের অভিযোগ শিক্ষার্থীদের

বেরোবির শহীদ ফেলানী হলে নানামুখী ভোগান্তি, বৈষম্যের অভিযোগ শিক্ষার্থীদের

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মিছিল, ব্লকেড কর্মসূচি

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মিছিল, ব্লকেড কর্মসূচি

মা ইলিশ রক্ষায় মেঘনায় আজ রাত থেকে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

মা ইলিশ রক্ষায় মেঘনায় আজ রাত থেকে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

ইসরায়েল ‘ফ্লোটিলা’ আটকানোয় বাংলাদেশের নিন্দা, সহায়তাকর্মীদের মুক্তি দাবি

শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩৮

Advertisement

ঢাকা: ইসরায়েলি দখলদার বাহিনী গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকানোয় কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ফ্লোটিলা থেকে আটক মানবিক সহায়তা কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই দাবি জানায়।

এতে বলা হয়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আটকে দেওয়া আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধাস্ত্র হিসাবে ইসরায়েলের ব্যবহারের নির্লজ্জ প্রকাশ। বাংলাদেশ সব আটক মানবিক সহায়তা কর্মীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব বন্ধ করার, আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান, গাজায় গণহত্যা বন্ধ এবং মানবিক অবরোধ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানায় বিবৃতিতে।

বাংলাদেশ বলেছে, মানবিক সহায়তা বহনকারী এই ফ্লোটিলা বিশ্ববাসীর ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক। ইসরায়েলকে অবশ্যই গাজায় তাদের অবাধ প্রবেশাধিকার দিতে হবে, যেখানে দখলদার ইসরায়েলি বাহিনী বেসামরিক জনগণকে তাদের জীবন, মর্যাদা এবং জীবিকা নির্বাহের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে আসছে।  

এই ভয়াবহ দুর্দশা এবং অব্যাহত দুর্ভোগের মুহূর্তে ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণ অটল সংহতি প্রকাশ করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

২০০৭ সালে হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই বিভিন্ন মাত্রায় ইসরায়েল অঞ্চলটির ওপর অবরোধ চালিয়ে আসছে। তখন থেকে ফিলিস্তিনিরা কার্যত গাজার ভেতরেই বন্দি হয়ে আছেন। খাদ্য, পণ্য ও ত্রাণসামগ্রীর প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইসরায়েল।

এর মধ্যে ২০২৩ সালের অক্টোবর থেকে হামাসকে দমনের অজুহাতে গাজায় ইসরায়েল যে সামরিক আগ্রাসন শুরু করে, তাতে হাজার হাজার মানুষের প্রাণহানির পাশাপাশি তীব্র খাদ্য সংকট দেখা দেয়। এক পর্যায়ে সেখানে মানবিক বিপর্যয় তৈরি হয়।

অঞ্চলটিতে সহায়তা পৌঁছে দিতে এবং গাজার অবরুদ্ধ দশা ভেঙে দিতে ৪৪টি বেসামরিক নৌযান ও প্রায় ৫০০ জন অধিকারকর্মী নিয়ে সম্প্রতি ইতালি উপকূল থেকে যাত্রা শুরু করে ‘সুমুদ ফ্লোটিলা’। কিন্তু গত বুধবার (১ অক্টোবর) রাতে ওই বহর আটকাতে ইসরায়েলি বাহিনী হস্তক্ষেপ করা শুরু করে। এক পর্যায়ে ওই বহরে থাকা নৌযান আটক করে এবং এতে অংশগ্রহণকারীদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবারও (২ অক্টোবর) অভিযান চলতে থাকে এবং স্থানীয় সময় দুপুরে ইসরায়েলি সেনারা ঘোষণা করেন, ‘একটি ছাড়া সব নৌযান আটক করা হয়েছে’।

‘সুমুদ ফ্লোটিলা’য় অংশগ্রহণকারী আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাউ এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান।

মন্তব্য করুন


Link copied