নিউজ ডেস্ক: ঘন ঘন লোডশেডিংয়ের সুযোগে বগুড়ার ধুনট উপজেলায় এক রাতে একই মাঠ থেকে কৃষকদের ৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি ধুনট জোনাল অফিস সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাতি গ্রামের কৃষকেরা জমিতে সেচ কাজের জন্য বৈদ্যুতিক ট্রান্সফরমার বসিয়েছেন। বৈদ্যুতিক সেচ যন্ত্রের সাহায্যে জমিতে পানি সেচ দিয়ে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন। এ অবস্থায় বুধবার দিবাগত রাতে গ্রামের ফাঁকা মাঠের ভেতর থেকে ৬ জন কৃষকের ট্রান্সফরমার চুরি করেছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন, বানিয়াগাতি গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে হাফিজুর রহমান, আজগর আলীর ছেলে আজিজুর রহমান, আব্দুল গফুরের ছেলে আব্দুল জলিল, জেছার উদ্দিনের ছেলে আমির হোসেন, রমজান আলী ও ব্রজবাসীর ছেলে বিমল চন্দ্র।
কৃষক হাফিজুর রহমান বলেন, ট্রান্সফরমার চুরি হওয়াতে ফসলের জমিতে সেচকাজ বন্ধ আছে। বেশ কয়েক দিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণেই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে।
ধুনট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম কামাল পাশা বলেন, হঠাৎ করেই এ উপজেলায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির প্রবণতা বেড়ে গেছে। চুরি ঠেকাতে তিনি পুলিশের সহায়তা চেয়েছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। চুরি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।