নিউজ ডেস্ক: বগুড়ায় দুর্গাপূজার দশমীতে অতিরিক্ত মদ্যপানে তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মানিক (২৫)। এর আগে গত মঙ্গলবার মিজানুর রহমান মণ্ডল (৫০) ও বৃহস্পতিবার নাছিদুল ইসলাম (২৭) মারা যান।
মৃতরা সবাই বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আল কাফী (৩০) ও রঞ্জু মিয়া (২৮) নামে দুই যুবক।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২ অক্টোবর শারদীয় দুর্গাপূজার দশমীর দিন সন্ধ্যার দিকে বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামণ্ডপের পাশে বেলতলা এলাকায় কয়েকজন একসঙ্গে মদ্যপান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে প্রথমে বাড়িতে চিকিৎসা নেন। এরপর অবস্থা অবনতি হলে ৪ অক্টোবর পরিবারের লোকজন তাদের শজিমেকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ অক্টোবর রাতে মিজানুর রহমান মণ্ডল, ৯ অক্টোবর রাতে নাছিদুল ইসলাম ও ১০ অক্টোবর দুপুরে আব্দুল মানিক মারা যান।
ওসি আরও জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।