আর্কাইভ  বুধবার ● ৫ নভেম্বর ২০২৫ ● ২১ কার্তিক ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৫ নভেম্বর ২০২৫
আলু এখন কৃষকের বোঝা

আলু এখন কৃষকের বোঝা

সাক্ষী না আসায় ফের পেছাল আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

সাক্ষী না আসায় ফের পেছাল আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে : মাহফুজ আলম

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে : মাহফুজ আলম

বিএনপির মনোনয়ন পেলেন যেসব নারী প্রার্থীরা

বিএনপির মনোনয়ন পেলেন যেসব নারী প্রার্থীরা

বিএনপির মনোনয়ন পেয়ে যা বললেন নায়াব ইউসুফ

মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, রাত ০৮:১০

Advertisement

 ফরিদপুর: আসন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় মনোনয়ন ঘোষণা করেছে। সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশের বিএনপি ২৩৭টি আসনে ধানের শীষ প্রতীকে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

এতে ফরিদপুর-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে চৌধুরী নায়াব ইউসুফকে। তিনি মনোনয়ন পাওয়ার পর রাতেই ফরিদপুর-৩ আসনের জনগণের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন।

তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আপনাদের সকলের দোয়া, ভালোবাসা এবং অকুণ্ঠ সমর্থনে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য ফরিদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়ন লাভ করেছি।

এই আবেগঘন মুহূর্তে, আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমার ওপর আস্থা রাখার জন্য আমি আমাদের আপসহীন নেত্রী, ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

কৃতজ্ঞতা জানাই ফরিদপুরের বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে, যাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ আমাকে এ পর্যন্ত আসতে শক্তি জুগিয়েছে।

তিনি আরও লিখেন, আমি কৃতজ্ঞ আমার পরিবারের প্রতি। আমার দাদা এবং আমার বাবার কাছেই আমি জনসেবার প্রথম শিক্ষা পেয়েছি। ফরিদপুরের মানুষের প্রতি তাদের যে ভালোবাসা আমি দেখেছি, তা-ই আমার চলার পথের পাথেয়।

তবে আমার সবচাইতে বড় কৃতজ্ঞতা আপনাদের ও আমার ফরিদপুরের আপামর জনসাধারণের প্রতি।

এ মনোনয়ন আমার একার অর্জন নয়; এ মনোনয়ন আপনাদের, যারা একটি পরিবর্তনের আশায় বুক বেঁধেছেন। ফরিদপুর আমার ভূমি, আমার শেকড়। এ মাটির প্রতিটি ধূলিকণার সঙ্গে আমার নিবিড় সম্পর্ক। আমি আপনাদের সুখ-দুঃখের অংশীদার। আমি বুঝি আপনাদের আকাঙ্ক্ষা। আমি বুঝি এ মাটির গন্ধ, এ মাটির দাবি।

আমাদের লক্ষ্য স্পষ্ট- আমরা একটি প্রতিহিংসার রাজনীতিমুক্ত, শান্তিময় ও সমৃদ্ধ ফরিদপুর গড়তে চাই। আমরা এমন একটি সমাজ চাই যেখানে তরুণদের জন্য কর্মসংস্থান থাকবে, ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করবে, কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য পাবে এবং প্রতিটি নাগরিক পাবে ন্যায়বিচার ও সম্মান।

আসন্ন নির্বাচন শুধু একজন প্রতিনিধি নির্বাচনের নির্বাচন নয়, এটি আমাদের হারানো অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম। ধানের শীষ আজ কেবল একটি প্রতীক নয়, এটি দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের প্রতীক।

তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই- আসুন, আমরা সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হই। আমরা কোনো হিংসা, হানাহানি বা সংঘাতে জড়াবো না। আমাদের শক্তি হবে আমাদের ঐক্য এবং আমাদের ব্যালট। যে কোনো উসকানির মুখেও আমরা ধৈর্য ধারণ করবো।

ইনশাআল্লাহ, নির্বাচনের দিন আপনারা সবাই ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে আপনাদের পবিত্র আমানত (ভোট) প্রদান করে জনগণের বিজয় নিশ্চিত করবেন। আপনাদের দোয়া ও সমর্থনই আমার একমাত্র শক্তি।

মন্তব্য করুন


Link copied