আর্কাইভ  মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫ ● ২৭ কার্তিক ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, হেডলাইট জ্বালিয়ে চলছে যান

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, হেডলাইট জ্বালিয়ে চলছে যান

দিনাজপুর-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে প্রতীকী ফাঁসি

দিনাজপুর-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে প্রতীকী ফাঁসি

পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি

পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি

নির্বাচনকে বানচাল-পিছিয়ে দেয়া মানে দেশের সর্বনাশ হওয়া

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
নির্বাচনকে বানচাল-পিছিয়ে দেয়া মানে দেশের সর্বনাশ হওয়া

কুড়িগ্রামে  নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের  দুই নেতা গ্রেপ্তার 

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, সকাল ০৯:৫৭

Advertisement

সাইফুর রহমান শামীম: দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষাপটে সম্ভাব্য নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে কুড়িগ্রামের উলিপুর ও নাগেশ্বরী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
উলিপুরে সোমবার (১০ নভেম্বর)   গোপন সংবাদের ভিত্তিতে বুড়াবুড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান (৪২)-কে গ্রেপ্তার করা হয়। তিনি বুড়াবুড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে।
 
পুলিশ জানায়, উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম নামাজের চরে মতিয়ার রহমানসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ ও নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের  বলেন, “আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
 
এদিকে একই দিনে কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান (৩৮)-কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
 
থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি হলো— এফআইআর নং: ১৯, তারিখ: ২০ জুলাই ২০২৫ জিআর নং: ১৩৫, তারিখ: ২০ জুলাই ২০২৫ ধারা: সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৮/৯/১০/১২/১৩
 
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের দেশব্যাপী আন্দোলনকে ঘিরে নাশকতার আশঙ্কা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে এবং পুরনো মামলায় পলাতক আসামিদেরও গ্রেফতার করা হচ্ছে।”
 

মন্তব্য করুন


Link copied