আর্কাইভ  বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫ ● ২৭ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫
এক নজরে তফসিল

এক নজরে তফসিল

প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই আমাদের একমাত্র উদ্দেশ্য: সিইসি

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই আমাদের একমাত্র উদ্দেশ্য: সিইসি

প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি

প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, বিকাল ০৬:৪৯

Advertisement

নিউজ ডেস্ক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে ভাষণে এই তফসিল ঘোষণা করেন। ঘোষণা বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে সম্প্রচারিত হয়েছে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়ন বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। আপিল করার শেষ সময় ১১ জানুয়ারি, এবং আপিল নিষ্পত্তি চলবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০টা পর্যন্ত চলবে।

নির্বাচনের দিন ভোটগ্রহণ সকাল ৭:৩০টা থেকে বিকেল পর্যন্ত চলবে। এবার ভোট প্রদানের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যালট সাদাকালো এবং গণভোটের ব্যালট গোলাপি হবে। দেশের ইতিহাসে এটি প্রথমবার যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ৮ আগস্ট ক্ষমতা গ্রহণ করে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন


Link copied