আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

অতিরিক্ত বল প্রয়োগ না করার আহ্বান সেনাপ্রধানের

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ০৪:১৮

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। তিনি বলেছেন, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করত হবে। দেশ ও জাতির জন্য আমাদের কাজ করতে হবে। 

সোমবার সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এর আগে, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান।

জেনারেল ওয়াকার উজ জামান বলেন, একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ে দক্ষতা অত্যন্ত জরুরি। এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর এই প্রতিযোগিতা সেনাসদস্যদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা নির্বাচিত একটি সরকার পেয়ে পাই। দেশ যাতে শান্তি-শৃঙ্খলার মধ্যে থাকে সেই কাজটি আমাদের করে যেতে হবে এবং ধৈযের্ সাথে করতে হবে। উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবেনা, সেদিকে নজর রাখতে হবে।

সেনাপ্রধান বলেন, বল প্রয়োগ করা যাবে না। যথাসম্ভব যতো কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততোই ভালো। একসঙ্গে কাজ করলে আমরা দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো, ইনশাল্লাহ।

মন্তব্য করুন


Link copied