স্টাফরিপোর্টার,নীলফামারী॥ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেছেন, যিনি বিচ্যুতি হবেন দল থেকে হারিয়ে যাবেন। অপরাধ করবেন হারিয়ে যাবেন, কেউ আপনাকে রক্ষা করতে পারবেন না।
বুধবার (২৭আগস্ট) বিকেলে নীলফামারী জেলা শিল্পকলা অডিটোরিয়ামে জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমুল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আজমের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির জ্যৈষ্ঠ সহ-সভাপতি ইয়াছিন আলী। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফখরুল ইসলাম লিটন, ড. মফিদুল আলম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ফয়েজ, যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, নীলফামারী জেলা বিএনপির সদস্য রেদওয়ানুল হক বাবু উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যিনি মানুষের স্বার্থের পরিপন্থি হয়ে দাড়াবেন, তার ব্যাপারেও কোন ছাড় নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দল কোন ক্ষমা করবেন না। বিএনপি একমাত্র রাজনৈতিক দল ও তারেক রহমান একমাত্র রাজনৈতিক নেতা যিনি সৎ সাহস নিয়ে স্বীকার করেছেন যে আমার দলের কোনো লোক অপরাধমূলক কাজ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। যখন আমি আমার সংগঠনের নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি তার মানে আমি মেনে নিচ্ছি সে অপরাধ করেছে। এই সৎ সাহস বিএনপি ও তারেক রহমান ছাড়া বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতার নেই।
তিনি আরও বলেন, যে আমি এবং আপনি কিছুদিন আগে মজলুম ছিলাম, আজকে সেই আপনি ও আমি যদি জালিমের ভূমিকায় অবর্তিণ হন তাহলে জাতীয়তাদী দলে আপনার বা আমার যায়গা থাকার কোনো সুযোগ নেই। যার বিরুদ্ধে নূন্যতম অভিযোগ পাওয়া যাবে, অভিযোগের নূন্যতম সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে সংগঠনে থাকতে পারবে না। বিএনপি একমাত্র রাজনৈতিক দল ও তারেক রহমান একমাত্র নেতা যিনি মানুষকে দেখানোর জন্য কিছু করে না।
তিনি বলেন, দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসবের বিরুদ্ধে দাঁড়াতে হবে। একটি মহল উদ্দেশ্য মুলক ভাবে বিএনপির নামে অপবাদ ছড়াচ্ছে। এজন্য বিএনপির জেলা উপজেলা ইউনিয়ন ওর্যাড সহ প্রত্যেক ইউনিটকে ষড়যন্ত্র বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
মতবিনিময় সভায় জেলা স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।