আর্কাইভ  বুধবার ● ২০ আগস্ট ২০২৫ ● ৫ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২০ আগস্ট ২০২৫
দুদকের মামলায় সাজার হার কমছে, বাড়ছে খালাস

দুদকের মামলায় সাজার হার কমছে, বাড়ছে খালাস

ফেব্রুয়ারির ভোটে সংশয় দেখছে না বিএনপি

ফেব্রুয়ারির ভোটে সংশয় দেখছে না বিএনপি

নজিরবিহীন লুটপাট ‘ভঙ্গুর’ ব্যাংক খাত

হাসিনার সাড়ে ১৫ বছরে ঋণ কেলেঙ্কারি-পাচার
নজিরবিহীন লুটপাট ‘ভঙ্গুর’ ব্যাংক খাত

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনের আড়ালে সমন্বয়কদের চাকুরি!

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনের আড়ালে সমন্বয়কদের চাকুরি!

অবশেষে প্রেমিককে সামনে আনলেন পরী

মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, দুপুর ০৩:০৬

Advertisement Advertisement

ডেস্ক: প্রেম, বিয়ে, বিচ্ছেদ এসব নিয়েই আলোচনায় বেশি থাকেন ঢালিউড সুন্দরী পরীমণি। চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর সন্তানদের নিয়ে একাকী জীবন যাপন করছেন এই তারকা। এরইমধ্যে অভিনেত্রীর নতুন প্রেমের খবরে শোরগোল পড়ে যায় শোবিজ অঙ্গনে। ভক্তরা জানতে চান- কে সেই প্রেমিক পুরুষ! অবশেষে আড়ালে থাকা সেই মানুষকে প্রকাশ্যে আনলেন নায়িকা।

গত ১৮ নভেম্বর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন পরীমণি। যেখানে তিনি লেখেন, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’

ওই ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়িতে কারও হাতের ওপর হাত রেখেছেন পরীমণি। হাতটি কোন এক পুরুষেরই হবে। কারণ তার হাতের ঘড়ি সেটাই জানান দিচ্ছিল।

নতুন প্রেমের খবর জানান দিলেও নায়িকার পাশে থাকা পুরুষটির চেহারা কিংবা নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি। এরপর থেকেই পরীমণির জীবনের নতুন মানুষটি কে? তা জানতে মরিয়া হয়ে ওঠেন নেটিজেনরা। অবশেষে আড়ালে থাকা সেই মানুষকে প্রকাশ্যে এনে নায়িকা জানান দিলেন পুরোটাই ছিল প্রাংক।

জানা গেছে, ওই পুরুষ আর কেউ নন, পরীমণির নতুন কস্টিউম ডিজাইনার। এদিন রাত সোয়া আটটায় ফেসবুকে সেই ভিডিওর পুরোটা পোস্ট করে ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘প্রাংকটা কি একটু বেশি হলে গিয়েছিল?’

পুরো ভিডিওটি পরীমণি পোস্ট করা মাত্রই নেটিজেনদের মন্তব্যের ঝড় ওঠে তার কমেন্টসবক্সে।

প্রসঙ্গত, সর্বশেষ গত ৮ নভেম্বর ওটিটিতে মুক্তি পায় পরীমণি অভিনীত ‘রঙিলা কিতাব’। সিরিজে তার সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তাফিজ নূর ইমরান। এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা গেছে পরীমণিকে।

মন্তব্য করুন


Link copied