আর্কাইভ  রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫ ● ৯ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫
হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

প্লট বরাদ্দে দুর্নীতি
হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

হাসিনা-রেহানা-টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

হাসিনা-রেহানা-টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর

রাজনীতি ছেড়ে 'পাপমুক্ত' হতে দুধ দিয়ে গোসল!

রাজনীতি ছেড়ে 'পাপমুক্ত' হতে দুধ দিয়ে গোসল!

অবৈধ অনুপ্রবেশ: আসামের সেই সখিনার জামিন

রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, রাত ০৮:৩২

Advertisement

নিউজ ডেস্ক: পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে রাজধানীর ভাষানটেকের টেকপাড়া গলি থেকে আটক ভারতের আসামের সখিনা বেগমকে (৬৮) জামিন দিয়েছেন আদালত। রোববার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এ আদেশ দেন। 

এদিন তার পক্ষে আইনজীবী রহমতুল্যাহ সিদ্দিক জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে সখিনা যে বাসায় আছেন তাদের জিম্মায় বিচারক জামিন মঞ্জুর করে আদেশ দেন। 

গত ২৫ সেপ্টেম্বর বিকেলে তাকে আটক করা হয় সখিনাকে। একইদিন  ‘দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২’ আইনে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে তার বিরুদ্ধে মামলা করে ভাষানটেক থানা পুলিশ।

সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর সবশেষ গত ২০ নভেম্বর তার জামিন নামঞ্জুর হয়। 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর ভাষানটেক থানার টিনসেড টেকপাড়া গলির মাথায় ওই নারীকে পাওয়া যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের জিজ্ঞসাবাদে ওই নারী তার বাড়ি আসামে বলে জানান। তিনি কিছু বাংলা ভাষা ও কিছু আসাম প্রদেশের ভাষায় কথা বলতে পারেন। তার কাছে পাসপোর্ট ও ভিসা চাইলে তা দেখাতে পারেননি।

অভিযোগে আরও বলা হয়, সখিনা বেগম কীভাবে পাসপোর্ট ও ভিসা ছাড়া বাংলাদেশে প্রবেশ করেছেন, কীভাবে ভাষানটেক এসেছেন, সে সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেননি। আসামের নাগরিক হওয়া সত্ত্বেও পাসপোর্ট ও ভিসা ছাড়া বাংলাদেশে প্রবেশের অপরাধ করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied