আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

আ. লীগ এখন একটা মরা লাশ: নুর

শনিবার, ৯ নভেম্বর ২০২৪, রাত ১০:২২

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: নেত্রকোনায় তারুণ্যের সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে। আওয়ামী লীগ এখন একটা মরা লাশ।

মরা লাশ নিয়ে টানাটানি করে লাভ নেই।  

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি বলেন, ছাত্র-জনতা অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে, তরুণ প্রজন্মকে নিয়ে বৈষম্যহীন দাঙ্গা-হাঙ্গামা, দখল, চাঁদাবাজমুক্ত স্বপ্নের বাংলাদেশ গঠনে গণঅধিকার পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  

শনিবার (৯ নভেম্বর) বিকেলে নেত্রকোনার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জেলা ছাত্র, যুব ও পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হাসান আল মামুনের সভাপতিত্বে তারণ্যের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।  

তারণ্যের সমাবেশে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ ও পেশাজীবী অধিকার পরিষদের নেতারা বক্তব্য রাখেন।

মন্তব্য করুন


Link copied