আর্কাইভ  সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫ ● ৩ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫
বিবাহবার্ষিকীর দিনে মৃত্যুর ফয়সালা হাসিনার

বিবাহবার্ষিকীর দিনে মৃত্যুর ফয়সালা হাসিনার

যেসব অভিযোগে মৃত্যুদণ্ড হলো শেখ হাসিনার

যেসব অভিযোগে মৃত্যুদণ্ড হলো শেখ হাসিনার

শেখ হাসিনার রায়ে সন্তুষ্ট আবু সাঈদের পরিবার

শেখ হাসিনার রায়ে সন্তুষ্ট আবু সাঈদের পরিবার

চার দশকের রাজনৈতিক জীবন, শেষে ফাঁসির দণ্ড

শেখ হাসিনা
চার দশকের রাজনৈতিক জীবন, শেষে ফাঁসির দণ্ড

আইজিপির সাজায় সন্তুষ্ট নয় এনসিপি

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, বিকাল ০৬:২১

Advertisement

নিউজ ডেস্ক:  শেখ হাসিনার রায়কে স্বাগত জানালেও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের ৫ বছরের কারাদণ্ডের রায়ে সন্তুষ্ট নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি।

সোমবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ প্রতিক্রিয়া জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক আইজিপি (চৌধুরী আব্দুল্লাহ আল মামুন) একই অপরাধে অভিযুক্ত ছিলেন। হাজারো হত্যাকাণ্ডে ওনার দায় রয়েছে।  তাকে যে সাজা দেওয়া হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট নই। এটি পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগে যাওয়া উচিত।

তিনি আরও বলেন, শেখ হাসিনার সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনেকগুলো সমালোচনা ছিল। অন্তর্বর্তী সরকারের সময় ট্রাইব্যুনালের আইন সংশোধন করা হয়েছে। এ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যদণ্ড দেওয়া হয়েছে। এরই মধ্যে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার বিষয় স্পষ্ট করছে, ফলে এ আইনে মৃত্যুদণ্ড হওয়া সঠিক হয়েছে বলে মনে করছি।

সংবাদ সম্মেলনে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, যুগ্ম-সদস্য সচিব আব্দুল্লাহ আল-আমিন, মুশফিক উস সালেহীন ও মোল্লা মোহাম্মদ ফারুক আহসান উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


Link copied