আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

আইপিএলে রেকর্ড গড়লেন ধোনি

শনিবার, ২৯ মার্চ ২০২৫, বিকাল ০৫:০৪

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  লড়াইটা ছিল দুই বড় তারকা মাহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির মধ্যে। যে লড়াইয়ে শেষ হাসি হাসলেন কোহলি। আইপিএলে চেন্নাই সুপার কিংসকে তাদের ঘরের মাঠেই ৫০ রানের বড় ব্যবধানে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হতাশাজনক পরাজয় সত্ত্বেও বড় ব্যাটিং রেকর্ড গড়েছেন চেন্নাই সুপার কিংসের এমএস ধোনি। 

শুক্রবার চিপক স্টেডিয়ামে তিনি নিচের সারিতে ব্যাট করতে নেমে মাত্র ১৬ বলে অপরাজিত ৩০ রানের দ্রুতগতির ইনিংস খেলেন। এই ইনিংসে তিনটি চার এবং দুটি বিশাল ছক্কা ছিল। ঝড়ো ইনিংসের মাধ্যমে সুরেশ রায়নাকে ছাড়িয়ে আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ধোনি।

এর পরও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে কাছে ৫০ রানে পরাজিত হয়েছে ধোনির চেন্নাই সুপার কিংসের।

আইপিএল ২০২৫ এর ৮ নম্বর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ধোনি ১৬ বলে ৩০ রান করেন। অস্বাভাবিকভাবে ৯ নম্বরে ব্যাট করতে নেমে তিনি শেষ ওভারগুলোতে টেল-এন্ডারদের সঙ্গে ব্যাট করে এই রান তুলেছেন। এতে সুরেশ রায়নাকে ছাড়িয়ে গেছেন তিনি। ধোনির বর্তমান রান সংখ্যা ৪ হাজার ৬৯৯। রায়না ৪ হাজার ৬৮৭ রান নিয়ে আইপিএল থেকে অবসর নিয়েছেন।

চেন্নাইয়ের সামনে লক্ষ্য ছিল চ্যালেঞ্জিং, ১৯৭ রানের। ৮ উইকেটে ১৪৬ রানেই থেমেছে রুতুরাজ গায়কোয়াড়ের দল। ২৬ রানে ৩টি আর ৯৯ রানে ৭ উইকেট হারানোর পর ধোনি ১৬ বলে হার না মানা ৩০ করলেও পরাজয়ের ব্যবধান কমাতে পারেনি চেন্নাই।

জস হ্যাজেলউড ২১ রানে নেন ৩টি উইকেট। এর আগে ৭ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল বেঙ্গালুরু। টস হেরে ব্যাট করতে নেমে ফিল সল্টের মারমুখী ব্যাটিংয়ে ভালো সূচনা পায় তারা। ১৬ বলে ৩২ করে আউট হন ফিল সল্ট। ৫ ওভারে ৪৫ রান তোলে বেঙ্গালুরু।

এরপর ১৪ বলে ২৭ রানের ঝড় তোলেন দেবদূত পাডিক্কেল। বিরাট কোহলি অবশ্য টি-টোয়েন্টির ব্যাটিংটা করতে পারেননি। ৩০ বলে খেলেন ৩১ রানের ইনিংস। শুক্রবার চিপক স্টেডিয়ামে ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে চেন্নাই সুপার কিংস শুরুতেই রাহুল ত্রিপাঠি, ঋতুরাজ গায়কোয়াড় এবং রবীন্দ্র জাদেজার উইকেট হারায় জশ হ্যাজেলউডের দুর্দান্ত বোলিংয়ের ফলে। হ্যাজেলউড ৩ উইকেট নেন। যশ দয়াল এবং লিয়াম লিভিংস্টোনও দুটি করে উইকেট তুলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় নিশ্চিত করেন। চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৪৬ রান তুলতে পারে।

৯ নম্বরে ব্যাট করতে নেমে ধোনি যে ঝড় তুলেছিলেন, তা দলকে জয়ের পথে ফেরাতে পারেনি। তার তিনটি চার এবং দুটি ছক্কা চিপকের দর্শকদের উচ্ছ্বাসে মাতিয়ে তুললেও, উপরের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতা দলের পতন ডেকে আনে। রচিন রবীন্দ্র ৪১ রান করলেও, অন্যরা লক্ষ্যের কাছে পৌঁছতে ব্যর্থ হন।

অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে ১৯৬ রান তুলেছিল। রজত পতিদারের ৩২ বলে ৫১, ফিল সল্টের ১৬ বলে ৩২ এবং টিম ডেভিডের শেষের ৮ বলে ২২* (তিন ছক্কা) দলকে শক্তিশালী স্কোরে পৌঁছে দেয়। চেন্নাই সুপার কিংসের হয়ে নূর আহমেদ ৩ উইকেট নিলেও, ব্যাটিং ব্যর্থতা তাদের হার নিশ্চিত করে।

এই জয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পয়েন্ট টেবিলের শীর্ষে আরও শক্ত হয়েছে। যেখানে চেন্নাই সুপার কিংস ষষ্ঠ স্থানে নেমে গেছে। ধোনির ব্যক্তিগত কীর্তি চেন্নাই সুপার কিংসের ইতিহাসে স্মরণীয় হলেও, দলের জন্য এই হার তাদের প্লে-অফের পথ কঠিন করে তুলেছে।

মন্তব্য করুন


Link copied