নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন।
মঙ্গলবার বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমের কাছ থেকে আখতার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের নেতারা।
এসময় জাতীয় নাগরিক পার্টির রংপুর জেলা কমিটির আহ্বায়ক আল মামুন, মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, জেলার যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়ন, আবু রায়হান, রংপুর-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ-আল মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এসময় নেতারা বলেন, আখতার হোসেন গণঅভ্যুত্থানের অগ্রনায়ক এবং প্রথম রাজবন্দি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র আখতার হোসেন তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ভোটারদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে তিনি রংপুর-৪ আসনের কাঙ্খিত উন্নয়ন করবেন বলে আমরা প্রত্যাশা করছি। ইতোমধ্যে ইতিবাচক নানা কর্মকাণ্ডের কারণে নির্বাচনী এলাকার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন বলেও দাবি করেন তারা।
রংপুর-৪ আসনে লড়বেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন। গত ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে দল থেকে মনোনয়ন দেওয়া হলেও এর আগে চলতি বছরের ১ জুলাই রংপুরে জুলাই পদযাত্রা থেকে আখতার হোসেনকে রংপুর-৪ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।