আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

আগেই ইরানে ঢুকে যেভাবে হামলার ক্ষেত্র গড়ে তুলেছিল মোসাদ

শনিবার, ১৪ জুন ২০২৫, রাত ১১:০০

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: আগেই ইরানে ঢুকে হামলা চালানোর ছক তৈরি করে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচররা। খুঁজে বের করে দেশটির সেনাবাহিনীর দুর্বলতা, স্থাপন করে অস্ত্র ঘাঁটিও। এরপরই চালানো হয় অপারেশন রাইজিং লায়ন।

ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় নজিরবিহীন বিমান হামলা শুরুর আগেই তেহরানে অবস্থান নেন ইসরাইলের মোসাদের গুপ্তচররা। কেবল তা-ই নয়, ইরানের ভেতর থেকে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানার পরিকল্পনা থেকে অস্ত্র পাচারও করে গোয়েন্দা সংস্থাটি। ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এ তথ্য প্রকাশ করেছে সিএনএন।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের ভেতরে একটি ড্রোন ঘাঁটি স্থাপন করে মোসাদ। সেখান থেকে তেহরানের আশপাশের ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে হামলা চালানো হয়। একইসঙ্গে উচ্চ-নির্ভুল অস্ত্রও পাচার করা হয়, যেগুলো ইরানের ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে লক্ষ্য করে ব্যবহার করা হয়। এ কারণে ইসরাইলি বিমান বাহিনী শুক্রবার ভোরে একযোগে হামলা চালাতে সক্ষম হয়। পাশাপাশি ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের সুনির্দিষ্টভাবে টার্গেট করার সুযোগ পায়।
 
অত্যন্ত বিরল এ অভিযানের কয়েকটি ভিডিও প্রকাশ করেছে মোসাদ, যেখানে ড্রোন দিয়ে অপ্রস্তুত অবস্থায় থাকা ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে হামলা চালানোর দৃশ্য দেখা গেছে। এটি মোসাদের ইরানের ভেতরে গভীর অনুপ্রবেশের সবশেষ প্রমাণ। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা ও সামরিক স্থাপনায় হামলা চালানোর ক্ষমতা মোসাদকে একপ্রকার অপ্রতিরোধ্য করে তুলে ধরেছে বলে মত বিশ্লেষকদের।

ইসরাইলের নিরাপত্তা সূত্র জানায়, সবশেষ এই অপারেশনে তেহরানসহ ইরানজুড়ে গোপনে কাজ করেছে মোসাদ। অভিযানটি কয়েক বছর ধরে পরিকল্পিত ছিল, যেখানে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বাহিনী মোতায়েন- দুটোই ছিল সুনিপুণ।

এ বিষয়ে মোসাদের সাবেক উপ-প্রধান রাম বেন বারাক বলেন, এই ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে এমন এক সরকার যা নিজ দেশের মানুষের কাছেও অপছন্দের- এটি ইরানে গুপ্তচর অনুপ্রবেশ সহজ করেছে।
 
এর আগে, গাজায় যুদ্ধ শুরুর পর, তেহরানে বিস্ফোরক পুঁতে রেখে, হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরাইল।

মন্তব্য করুন


Link copied