আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার কারণ জানালেন ক্লাসেন

সোমবার, ৯ জুন ২০২৫, বিকাল ০৬:০৮

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  বেশ কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেন। হঠাৎ করেই তার এমন অবসরের পেছনে অবশ্য কারণ জানা যায়নি তাৎক্ষণিক। কিন্তু এবার বিস্তারিত জানালেন তিনি। ২০২৭ বিশ্বকাপে খেলার পরিকল্পনা থাকলেও তার সব হিসেব-নিকেশ বদলে গিয়েছে দ্রুতই।

অবসরের সিদ্ধান্তটা ঠিক কীভাবে এলো? দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাসেন জানালেন খোলামেলা কথাবার্তা।

তিনি বলেন, ‘অনেকদিন ধরেই মনে হচ্ছিল, নিজের পারফরম্যান্সে আমি আর মন দিতে পারছি না। দল জিতুক বা হারুক, আমি খেলা উপভোগ করছিলাম না। চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই কোচ রব ওয়াল্টারের সঙ্গে দীর্ঘ কথা বলি। তাকে বলেছিলাম, মনের ভেতর যা হচ্ছে। সেটা ঠিকঠাক নয়।’

উল্লেখ্য, ওয়াল্টারের কোচিংয়েই ক্লাসেনরা খেলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, ওয়ানডে বিশ্বকাপ সেমি-ফাইনাল ও চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু সেই কোচও সম্প্রতি দায়িত্ব ছেড়ে দিয়েছেন, চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই। এখন তিনি নিউজিল্যান্ড জাতীয় দলের কোচ, যেখানে পরিবারসহ অনেকদিন ধরেই বসবাস করছেন।

ক্লাসেন জানান, কোচ ওয়াল্টারের বিদায়ের পর তার সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায়। তিনি বলেন, ওয়াল্টারের সঙ্গে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত পরিকল্পনা করেছিলাম আমরা। কিন্তু তিনি যখন কোচ হিসেবে আর থাকলেন না, চুক্তি নিয়েও কিছু জটিলতা তৈরি হলো। তখন মনে হলো, এটাই সঠিক সময় সিদ্ধান্তটা নেওয়ার।

অবসরের ঘোষণা দিলেও ক্লাসেন এখনো বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছেন নিয়মিত। তবে দক্ষিণ আফ্রিকার জার্সিতে তাকে আর দেখা যাবে না।

মন্তব্য করুন


Link copied