আর্কাইভ  মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫ ● ১১ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৫ নভেম্বর ২০২৫
৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

আফগান নারীদের ফেরত না পাঠাতে অনুরোধ মালালার

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, রাত ০১:২৬

Advertisement

নিউজ ডেস্ক: পাকিস্তানে বসবাসরত অনিবন্ধিত আফগান শরণার্থীদের জোর করে দেশে ফেরত পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। বিশেষ করে নারী ও শিশুদের ব্যাপারে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

নিজ সংগঠন ‘মালালা ফান্ড’-এর মাধ্যমে পাকিস্তান সরকারকে মালালা এ আহ্বান জানিয়েছেন।   

তিনি তার সংস্থা মালালা ফান্ডের মাধ্যমে আফগান নাগরিকদের জোরপূর্বক বহিষ্কার বন্ধ করার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান, যাদের অনেকেই বছরের পর বছর ধরে দেশটিতে বসবাস করছেন।

বিবৃতিতে মালালা বলেন পাকিস্তানে বসবাসরত আফগান নারী ও মেয়েদের তালেবান শাসনে ফেরত পাঠালে তারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন যা তাদের সুরক্ষার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করবে।

মালালা ফান্ড আরও বলেছে, জোরপূর্বক নির্বাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘন। দীর্ঘদিন ধরে পাকিস্তানে আশ্রয় নেওয়া নিরপরাধ আফগানরা নিজ দেশে ভয়াবহ সমস্যার সম্মুখীন হবেন।

পাকিস্তানজুড়ে অনিবন্ধিত আফগান নাগরিকদের বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যে মালালা এমন আহ্বান জানালেন।

২০২৩ সাল থেকে ধাপে ধাপে পাকিস্তান সরকার দেশটিতে অবৈধভাবে বসবাসকারী আফগান নাগরিকদের ফেরত পাঠাচ্ছে।  

চলতি বছরে শুরু হওয়া দ্বিতীয় ধাপে, আফগান নাগরিক কার্ড (এসিসি) বহনকারী নিবন্ধিত আফগান শরণার্থীদের ১ এপ্রিলের মধ্যে পাকিস্তান ত্যাগ করতে বলা হয়েছিল।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) -এর প্রকাশিত তথ্য অনুসারে, ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৫ এপ্রিল পর্যন্ত ৮ লাখ ৬১ হাজার ৭৬৩ জন আফগান দেশে ফিরে এসেছেন।

সরকারি তথ্য অনুসারে, গত শুক্রবার (১১ এপ্রিল) ৪ হাজার ৯০৮ জন আফগান শরণার্থী পাকিস্তান ত্যাগ করেছেন।  যাদের মধ্যে ২ হাজার ৪৭৫ জনের এসিসি ছিল এবং তারা পাকিস্তানে বৈধভাবে বসবাস করছিলেন। 

তাদের মধ্যে, প্রায় ২ হাজার ১২৫ জন স্বেচ্ছায় দেশ ত্যাগ করেছেন, আর ৩৫০ জনকে তোরখাম সীমান্ত দিয়ে বহিষ্কার করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied