আর্কাইভ  বুধবার ● ২০ আগস্ট ২০২৫ ● ৫ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২০ আগস্ট ২০২৫
দুদকের মামলায় সাজার হার কমছে, বাড়ছে খালাস

দুদকের মামলায় সাজার হার কমছে, বাড়ছে খালাস

ফেব্রুয়ারির ভোটে সংশয় দেখছে না বিএনপি

ফেব্রুয়ারির ভোটে সংশয় দেখছে না বিএনপি

নজিরবিহীন লুটপাট ‘ভঙ্গুর’ ব্যাংক খাত

হাসিনার সাড়ে ১৫ বছরে ঋণ কেলেঙ্কারি-পাচার
নজিরবিহীন লুটপাট ‘ভঙ্গুর’ ব্যাংক খাত

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনের আড়ালে সমন্বয়কদের চাকুরি!

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনের আড়ালে সমন্বয়কদের চাকুরি!

একদিন ‘ম্যানেজ’ করলে ঈদের ছুটি মিলবে ৯ দিন

মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, রাত ০৯:৪৫

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এবার টানা ৬ দিনের ছুটি ভোগ করতে পারবেন। তবে যদি কেউ একদিন অতিরিক্ত ছুটি ‘ম্যানেজ’ করতে পারেন, তাহলে তার মোট ছুটি বেড়ে ৯ দিন হতে পারে।

চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী সোমবার (৩১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সেই অনুযায়ী সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদ ঈদুল ফিতরে মোট পাঁচ দিনের ছুটির অনুমোদন দেয়। পূর্বে এই ছুটি ছিল তিন দিন। পরে ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

সরকারি ছুটির তালিকা
৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি।
২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রোববার) ঈদের আগের দুই দিন এবং ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) ঈদের পরের দুই দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিনের ছুটি পাবেন।

৯ দিনের ছুটির সুযোগ
যদি কোনো চাকরিজীবী বৃহস্পতিবার (৩ এপ্রিল) একদিন ছুটি ম্যানেজ করতে পারেন, তাহলে তিনি টানা ৯ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। কারণ ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় মোট ছুটির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৯ দিন।

এই দীর্ঘ ছুটির ফলে সরকারি চাকরিজীবীরা পরিবার-পরিজনের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ পাবেন।

মন্তব্য করুন


Link copied