আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

একযুগ পর বেরোবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, বিকাল ০৬:২১

Advertisement Advertisement

বেরোবি প্রতিনিধি: প্রায় এক যুগ পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২২টি বিভাগের অংশগ্রহণে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।

শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে  শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে  ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহিদ আবু সাঈদকে স্মরণে এ ফুটবল টুর্নামেন্টর আয়োজন কটা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র, ২০১২ সালের পর আর কখনো আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা সম্ভব হয়নি।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী, বিশেষ অতিথি শহিদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন, প্রক্টর ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. ইলিয়াস প্রামাণিক, শিক্ষার্থীদের শপথ বাক্যপাঠ করান এম মাহবুব। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. সিদ্দিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবি ছিল সেই পরিপ্রেক্ষিতে শারীরিক শিক্ষা বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতায় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি। সবাই খেলা উপভোগ করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে শহিদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন বলেন, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, খেলাধুলায় যারা যুক্ত থাকে তারা মাদকাসক্ত হতে পারে না। মাদকাসক্তরা যতই শক্তিশালী হোক না কেনো তাদের স্থান আবু সাঈদের ক্যাম্পাসে হবে না।

মন্তব্য করুন


Link copied