নিউজ ডেস্ক: আততায়ীর গুলিতে ‘ইনকিলাব মঞ্চের’ মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ শোক প্রকাশ করে।
বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।