নিউজ ডেস্ক: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদী অস্ত্রধারীদের গুলিতে গুরুতর হয়েছেন। এখন ঢামেক হাসপাতালে তার চিকিৎসা চলছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় তাকে গুলি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মতিঝিল দিক থেকে একটি কালো মোটরসাইকেলে করে দু’জন ব্যক্তি আসে। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ক্লোজ রেঞ্জ (খুব কাছ) থেকে হাদীর মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার বাম চোয়ালে লাগে। হামলার পরপরই মোটরসাইকেলটি দ্রুতগতিতে এলাকা ত্যাগ করে।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজেও দেখা গেছে, দুপুর ২টা ২০ মিনিটের দিকে কালো মোটরবাইকে আসা এক শুটার হাদীকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। আরও ফুটেজ সংগ্রহ ও হামলাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে।
গুরুতর অবস্থায় হাদীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ জানান, তার মাথায় গুলি লেগেছে এবং তিনি বর্তমানে কোমায় আছেন।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাংলানিউজকে বলেছেন, সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।