নিউজ ডেস্ক: কন্যাসন্তানের বাবা হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে খবরটি শেয়ার করেন তিনি।
অপূর্বর জানান, তার কন্যার নাম রাখা হয়েছে আনায়া ফারুক। নিউ ইয়র্কের বেলাভ্যু হাসপাতালে তার স্ত্রী কন্যাসন্তান জন্ম দেন।
স্ট্যাটাসে অপূর্ব লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আমরা আনন্দ ও কৃতজ্ঞতায় ফেটে পড়ছি আমাদের সুন্দরী কন্যার আগমনের খবর জানাতে। পৃথিবীতে স্বাগতম, প্রিয় আনায়া!’
মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও লেখেন, ‘আমাদের ছোট্ট রাজকন্যাকে সবসময় আপনার প্রার্থনায় রাখুন। আমাদের ওপর আপনাদের অবিরাম ভালোবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’
পরিবার সূত্রে জানা যায়, অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। এসময় অপূর্বও সেখানে অবস্থান করছিলেন। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছেন।
উল্লেখ্য, ২০২১ সালের ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। এর আগে ২০১১ সালে তিনি নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেছিলেন। ২০২০ সালে তাদের সংসার ভেঙে যায়। সেই সংসারে অপূর্বর একটি পুত্র সন্তান রয়েছে।