আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

কুড়িগ্রামে পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪, দুপুর ০৪:০৮

Advertisement Advertisement

সিদ্দিকুর রহমান শাহীন, ফুলবাড়ী, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।

 ঘটনাটি ঘটেছে সোমবার(২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সুজনের কুটি গ্রামে। নিহত ভাইবোনের নাম সিফাত হোসেন (৬) ও রিয়া মনি (১০)। নিহতরা ওই গ্রামের রবিউল ইসলামের সন্তান। 

 স্থানীয়রা জানান, বিকালে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায় শিশু সিফাত। খেলাধুলার সময় হঠাৎ পুকুরের পানিতে পড়ে হাবুডুবু খেতে থাকে সে। ছোট ভাইকে পুকুরের পানিতে হাবুডুবু খেতে দেখে বড় বোন রিয়া মনি তাকে উদ্ধার করার জন্য পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়ে। এসময় ভাই বোনকে জড়িয়ে ধরলে দুজনেই সকলের অগোচরে পুকুরের পানিতে ডুবে মারা যায়। সন্তানদের বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তাদের মা।

 খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ীর সামনের পুকুরে পুত্র সিফাতের মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করলে পরিবার ও আশপাশের লোকজন পুকুরে নেমে সিফাতের মরদেহ উদ্ধার করে। এদিকে পুকুর পাড়ে রিয়া মনির পায়ের স্যান্ডেল পড়ে থাকতে দেখে তার লাশও পুকুরে থাকতে পারে বলে স্থানীয়রা ধারনা করেন। পরে জাল টেনে পুকুর থেকে রিয়া মনির মৃত দেহও উদ্ধার করা হয়। এক সাথে দুই সন্তানের মৃত্যুতে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন


Link copied