আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

কুড়িগ্রামে সীমান্তে শূন্যরেখার কাছে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

শনিবার, ২৮ জুন ২০২৫, বিকাল ০৭:৩৪

Advertisement Advertisement

কুড়িগ্রাম প্রতিনিধি :  কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ জুন) সকালে কুড়িগ্রাম সরকারি হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠিয়েছে পুলিশ। এরআগে শুক্রবার (২৭ জুন) রাত ৮ টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব ইটালুকান্দা এলাকার সীমান্তঘেষা হলহলিয়া নদী থেকে ওই যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
সীমান্ত বাসিন্দারা জানান, আন্তর্জাতিক সীমানা ১০৫৩ মেইন পিলার থেকে দেড়শ গজ বাংলাদেশের অভ্যন্তরে শুক্রবার দুপুরে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব ইটালুকান্দা এলাকায় স্থানীয়রা গরু নিয়ে মাঠে গেলে সীমান্ত শূন্য রেখার কাছাকাছি হলহলিয়া নদীতে নারীর মরদেহ দেখতে পান।
পরে বিজিবি ও থানা পুলিশকে সংবাদ দিলে রাতে বিজিবির উপস্থিতিতে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে  রৌমারী থানা হেফাজতে নেয় পুলিশ।
স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম, সাইফুল, লাল বাদশাসহ অনেকেই বলেন, হলহলিয়া নদীতে এক অজ্ঞাত সন্দেহভাজন যুবতী নারীর লাশ ভাসতে দেখা যায়। ধারণা করা হচ্ছে ভারতীয় ওই নারীকে নির্যাতনের পর হত্যা করে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশের দেড়শ গজ অভ্যন্তরে নদীতে ফেলে রেখে যায়। লাশ ভাসতে দেখে স্থানীয় মানুষজন ছুটে আসে।
তারা জানান, কয়েকদিন আগে শোনা গেছে ভারতীয় কয়েকজন নারীকে ধরে এনে আসামের আলগা বিএসএফ ক্যাম্পে রেখে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানো চেষ্টা করে বিএসএফ। সম্ভবত তাদের মধ্যে এ নারীও হতে পারেন।
দাঁতভাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, ভারতের সীমান্ত থেকে দেড়-দুই'শ গজ বাংলাদেশের অভ্যন্তরে হলহলিয়া নদীতে এক নারীর লাশ ভাসছে এ রকম সংবাদ আমি শুনতে পাই। পরে পুলিশ-বিজিবি সংবাদ পেয়ে সীমান্তবর্তী নদী থেকে রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
তিনি আরও বলেন, ওই অজ্ঞাত নারীর লাশের পরোনে শুধু ব্লাউজ ছিল। সম্ভবত ভারতীয় নাগরিক হতে পারে। নারীর চেহারা বিভৎস হয়েছে। কোনওভাবে চেনার উপায় নেই।
রৌমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোসাদ্দেক হোসেন বলেন, মরদেহটি সম্ভবত ১৫ দিন আগের। শরীরের চামড়া খসে পড়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ সাহেবের আলগা বিজিবি ক্যাম্পের সুবেদার মোনায়েম খান বলেন, আন্তর্জাতিক সীমানা পিলার থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইটালুকান্দা এলাকার হলহলিয়া নদীতে অজ্ঞাত নারীর লাশ ভাসছিল। বিজিবি টহলরত সদস্যরা সেখানে গিয়ে লাশ দেখতে পায়। কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। পাশাপশি পুলিশ এসে নদী থেকে লাশ উদ্ধার করে। ওই নারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন


Link copied