আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

গাইবান্ধায় হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার

বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, রাত ০৮:২৮

Advertisement Advertisement

গাইবান্ধা প্রতিনিধি:: গাইবান্ধার সুন্দরগঞ্জে এক গৃহবধূ হত্যা মামলার এজাহার নামীয় পলাতক ৫ আসামিকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুরের কছিমবাজার এলাকার মতলব মিয়ার ছেলে সাত্তার আলী (৩৫) ও আক্তারুল মিয়া (৩২) ও তার স্ত্রী মনি বেগম (৩০), মৃত হেলাল উদ্দিনের ছেলে মতলব আলী (৬৫) ও তার স্ত্রী লতিফুল বেগম (৫৬)।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে ৪টার দিকে র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বুধবার দিবাগত রাত ৯টার দিকে ঢাকার আশুলিয়া থানার নিশ্চিতপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার ১নং আসামী লতিফ মিয়ার সাথে নিহত গৃহবধূর ১১ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের পর থেকেই তার পরিবার ওই গৃহবধূকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। এরই একপর্যায়ে গত ১০ জুন সকাল ৯ টার দিকে আসামী লতিফ মিয়ার ওই গৃহবধূকে হাত পা বেঁধে দা দিয়ে গলার পার্শ্বে কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় পরদিন ১১ জুন গৃহবধূর বোন বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই আসামীরা আত্মগোনে ছিলেন।

এরই ধারাবাহিকতায় বুধবার (২ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সদর কোম্পানী রংপুর ও র‌্যাব-৪ সিপিসি-২, সাভার ক্যাম্পের একটি যৌথদল অভিযান পরিচালনা করে ঢাকার আশুলিয়া থানার নিশ্চিতপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী কার্যক্রমের জন্য আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন


Link copied