আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

গাছকাটতে বাধা দেয়ায় প্রতিপক্ষের বাড়িতে অগ্নি সংযোগ ॥ আটক ১

রবিবার, ১২ নভেম্বর ২০২৩, বিকাল ০৫:৩৭

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ সরকারি জমিতে থাকা গাছকাটতে বাধাদেয়ার ঘটনাকে কেন্দ্র করে একটি পরিবারের বসতঘরে আগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের ব্যাঙমারী ডাঙ্গাপাড়া গ্রামের এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। 
অগ্নিকান্ডে ভুক্তভোগী ময়নুল ইসলামের চারটি ৪টি বসতঘর, আসবাবপত্র ও নগদ এক লাখ টাকা সহ প্রায় ২০ লাখ ক্ষতি সাধন হয়েছে বলে রবিবার(১২ নবেম্বর) সদর থানায় দায়ের করা মামলায় উল্লেখ করা হয়। ময়নুল ইসলামের স্ত্রী মোছা. রহিমা বেগম (২৫) বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
এতে আসামী করা হয় একই এলাকার ১৮জনকে। এরা হলো আব্দুর রাজ্জাক (৫৫),এমদাদুল হক (৫২), বিপুল ইসলাম (৪০), সিয়াম ইসলাম (২৩), বরকত উল্লাহ (৩৫), আব্দুল মান্নান (৫৮), আবেদীন ইসলাম (৫৭), হানিফ ইসলাম (৪০), গুলজার রহমান (৪০),  লিয়াকত আলী (৪৫),  দেলোয়ার হোসেন (৪১), রানী বেগম (৫০), আকলি বেগম (৪৬), সালমা বেগম(৩০), শাহজাদী বেগম (১৯), জান্নাতি বেগম(৩০) ও ফেন্সি বেগম (৩৫)। 
নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ এনামুল হক বলেন গত শনিবার দুপুরে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এই অগ্নিকান্ডের ঘটনায় ভুক্তভোগীর চারটি কাচাঘর ও আসবাব পত্র পুড়ে যায়। 
 রোববার দায়ের করা মামলায় বাদী অভিযোগ করেন আসামীরা ঘটনার সময় বাড়ির সামনে সরকারি জমির দুইটি গাছ কেটে ফেলে। এতে বাধা দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে বাদীকে মারপিট করে। এরপর আসামীরা বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। 
নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, এই অগ্নিকান্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। 

মন্তব্য করুন


Link copied